মালদ্বীপ থেকে ফিরেই সুখবর! ‘পুত্রসন্তান হয়েছে’, জানালেন শ্রাবন্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দিন কয়েক আগেই মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। আর ফেরার কয়েক দিনের মধ‍্যেই দারুন এক সুখবর দিলেন তিনি। পরিবারে যে নতুন সদস‍্য এসেছে। ছেলে অভিমন‍্যু চট্টোপাধ‍্যায়ের ছোট্ট ভাই হয়েছে। মাসি হয়েছেন শ্রাবন্তী। বৃহস্পতিবার মা হয়েছেন অভিনেত্রীর দিদি স্মিতা চট্টোপাধ‍্যায়।

ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবারই এক দিনের সদ‍্যোজাতের প্রথম ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছেন শ্রাবন্তী। সুখবর জানিয়ে তিনি লিখেছেন, ‘পুত্র সন্তান হয়েছে। তোমার জন‍্য খুব খুশি দিদি। ভালবাসি তোমাকে।’ শুভেচ্ছার বান ডেকেছে পোস্টের কমেন্ট বক্সে। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ও।


২০১৬ তে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তীর দিদি স্মিতা চট্টোপাধ‍্যায়। তাঁর স্বামী সুজয় ঘোষও পেশায় একজন অভিনেতা। মজনু, ১০০ % লভ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বিয়ের পাঁচ বছর পর প্রথম বার মা হলেন স্মিতা। শ্রাবন্তীর হবু পুত্রবধূও সদ‍্যোজাতর একটি মিষ্টি ভিডিও শেয়ার করে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।


কিছুদিন আগেই মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন শ্রাবন্তী। ছেলে অভিমন‍্যু, হবু পুত্রবধূ দামিনী ঘোষের সঙ্গে ভ‍্যাকেশনে গিয়েছিলেন তিনি। তবে ইন্ডাস্ট্রির অভ‍্যন্তরের খবর ছেলে পুত্রবধূর সঙ্গে একা যাননি শ্রাবন্তী, সঙ্গে ছিলেন চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও। মালদ্বীপে গিয়ে বেশ কিছু ছবি, ভিডিও পোস্ট করলেও এই রহস‍্য ভুল করেও ফাঁস করেননি অভিনেত্রী।

https://www.instagram.com/p/CTo1ADyhGJ3/?utm_medium=copy_link

তবে দেশে ফিরে করোনা টিকা নেওয়ার ছবি ঠিকই পোস্ট করেছেন শ্রাবন্তী। ডেনিম জিন্স ও কালো টিশার্টে এদিন দেখা গিয়েছে অভিনেত্রীকে। হাতের দু আঙুলে ভিক্টরি সাইন দেখিয়েছেন তিনি। ক‍্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘ভালোর জন‍্য ছুঁচ ফোটালাম। সমাজের ভালো ও সুরক্ষার জন‍্য সকলের উচিত টিকা নেওয়া।’

X