বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের মুম্বাইয়ের নির্যাতিতা (Mumbai Rape Victim Dies) শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্ত মতে, অভিযুক্ত নির্যাতিতার যৌনাঙ্গে রড ঢুকিয়ে পাশবিক অত্যাচার করেছিল।
হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ৩৩ ঘণ্টা পর নির্যাতিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বাইয়ের রাজবাড়ি হাসপালাতে তাঁর চিকিৎসা চলছিল।
নির্যাতিতার মৃত্যুর আগে মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডননেকর বলেছিলেন, এখনও নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক। দেহে রক্তাল্পতা দেখা দিয়েছে এবং প্রাইভেট পার্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্যাতিতাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। এটা খুবই মর্মান্তিক ঘটনা। মহিলার অন্ত্র বাইরে বেরিয়ে এসেছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বলে দিই, মুম্বাই পুলিশ অভিযুক্ত মোহন চৌহানকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে আইপিসি 307, 376, 323 আর 504 ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে। অভিযুক্তর CCTV ফুটেজও সামনে এসেছে। ওই ভিডিও বৃহস্পতিবার রাতের বলে জানা গিয়েছে।