বাংলাহান্ট ডেস্ক: খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। অভিনেতা শাহির শেখের কথা মানলে ‘পবিত্র রিশতা’র দ্বিতীয় সিজন শেষ হলেই চলতি বছরের শেষের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি। গত তিন বছরের সঙ্গী ভিকি জৈনের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী। তার আগে প্রাক্তন প্রেমিক প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) স্মৃতিচারণ করলেন অঙ্কিতা।
পবিত্র রিশতার দ্বিতীয় সিজন শুরু হতে চলেছে খুব শীঘ্রই। অত্যন্ত জনপ্রিয় এই সিরিয়ালের প্রথম সিজনে মানবের চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। মানব অর্চনার (অঙ্কিতা লোখান্ডে) জুটি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের।
সেই জায়গা থেকেই এই সিরিয়ালের দ্বিতীয় সিজনবানানোর পরিকল্পনা করেন নির্মাতারা। কিন্তু আগের সেই মানব, সুশান্ত এখন আর নেই। গত বছরেই প্রয়াত হয়েছেন তিনি। তাই তাঁর জায়গায় এই আইকনিক চরিত্রে আসছেন শাহির শেখ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্তের সঙ্গে সাক্ষাৎ হওয়ার প্রথম দিনটির কথা শেয়ার করেন অঙ্কিতা। এই সিরিয়াল থেকেই দুজনের পরিচিতি, বন্ধুত্ব এবং তারপর প্রেম, বিচ্ছেদ। পর্দার মানব অর্চনার বাস্তব জুটিও অনুরাগীদের খুব প্রিয় ছিল। কিন্তু অঙ্কিতা জানান সুশান্তের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎটা নাকি একেবারেই সুখকর ছিল না। বরং অঙ্কিতার উপরে নাকি রেগেই গিয়েছিলেন সুশান্ত।
অভিনেত্রী জানান, পবিত্র রিশতার প্রোমো শুটের জন্য ডাকা হয়েছিল সুশান্ত ও তাঁকে। তো ঠিক হয়েছিল সুশান্ত অঙ্কিতার বাড়িতে এসে তাঁকে নিয়ে যাবেন। ভোর পাঁচটা নাগাদ গাড়ি নিয়ে চলে আসেন অভিনেতা। এদিকে অঙ্কিতা তখনো মেকআপ নিয়ে ব্যস্ত। ভোর চারটেয় মেকআপ শুরু করে তা শেষ হয়েছিল সকাল ছটায়।
তার উপর আবার গাড়ির পিছনের সিটে মায়ের সঙ্গে বসেই ঘুমিয়ে পড়েছিলেন অঙ্কিতা। তাঁর হাবভাব দেখে বেশ রেগে গিয়েছিলেন সুশান্ত। অভিনেতা ভেবেছিলেন নায়িকা সুলভ হাবভাব দেখাচ্ছেন অঙ্কিতা। গাড়িচালকের কাছ থেকে স্টিয়ারিংয়ের দখল নিয়ে নিজেই বেশ জোরে গাড়ি চালিয়েছিলেন সুশান্ত।
https://www.instagram.com/tv/CTmsR9bn8Hc/?utm_medium=copy_link
ধীরে ধীরে অবশ্য তারপর একে অপরকে চেনেন জানেন তাঁরা। বন্ধুত্ব গড়ায় সম্পর্কে। টানা ছয় বছর ধরে সম্পর্কে ছিলেন সুশান্ত অঙ্কিতা। অভিনেতা বড়পর্দায় পা রাখার পরপরই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। সুশান্ত রিয়া চক্রবর্তীর সঙ্গে এবং ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা।