বাংলা হান্ট ডেস্কঃ গুজরাট বিধানসভা নির্বাচনের আগে বড় খবর সামনে আসছে। জানা যাচ্ছে যে, রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (Vijay Rupani) নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। উনি রাজ্যের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে নিজের ইস্তফাপত্র দিয়েছেন। ওনার ইস্তফার পর রাজ্যের রাজনৈতিক ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।
মুখ্যমন্ত্রী বিজয় রুপানি আহমেদাবাদে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, যারা হিন্দু মেয়েদের সঙ্গে প্রতারণা করে, তাঁদের প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে, তাঁদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিচ্ছে সরকার। তিনি বলেন, বিজেপি সরকার গোহত্যার সঙ্গে যুক্ত দুষ্কৃতিদের উপরেও কড়া অ্যাকশন নিচ্ছে।
মুখ্যমন্ত্রী রুপানি বলেন, ‘আমাদের সরকার কড়া নিষেধাজ্ঞা সহ নয়া আইন লাগু করেছে। তা গোহত্যার জন্য আইন হোক আর জমি বেদখল হওয়া থেকে রোখার জন্য আইন হোক। আমাদের সরকার দোষীদের কড়া শাস্তি দেওয়ার সঙ্কল্প নিয়েছে। এছাড়াও চেন-স্ন্যাচিং ও লুটপাটের সঙ্গে যুক্ত দুষ্কৃতিদেরও কড়া হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
গুজরাটের মুখ্যমন্ত্রী বলেন, আমরা লাভ জিহাদ রোখার জন্যও আইন লাগু করেছি।। আমরা হিন্দু মেয়েদের ফাঁসিয়ে আর তাঁদের নিয়ে পালানো ভিনধর্মী যুবকদের কড়া হাতে দমন করছি।