জীবনে সফল হতে জন্ম মাস অনুযায়ী মেনে চলুন এই বিশেষ নিয়ম, ফল পাবেন হাতেনাতে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ জীবনে সফলতা কে না চায়। সকলেই চায় নিজের জীবনে সফল হতে। তবে সকলের চাওয়া পাওয়া যদি সব সময় স্বার্থক হত, তাহলে আজকের পৃথিবীটা কিছুটা অন্যরকম হত। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, সাফল্য তাঁর বাড়ির দরজায় এসে কড়া নাড়ছে, আবার অনেকে সাফল্যের পেছনে দৌড়ালেও, সাফল্য তাঁর থেকে দূরে দূরে পালায়।

তবে জ্যোতিষ শাস্ত্র বলছে জন্ম মাস অনুযায়ী কিছু নিয়ম মেনে চললে, জীবনে সফলতা আসতে বাধ্য। জেনে নিন-

বৈশাখ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তামার পাত্রে জল নিয়ে, সেই জল খাওয়ার সঙ্গে দু তিনটি এলাচ চিবিয়ে খেয়ে নেবেন। আর সর্বদা মেরুন রঙের রুমাল সঙ্গে রাখবেন।

আষাড় মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং সবসময় গাঢ় সবুজ রঙের পোশাক পড়বেন।

শ্রাবণ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা শিবের মাথায় বেল পাতা ও ফুল অর্পণ করে জল ঢালুন। সবসময় সবুজ রঙের পোশাক পড়ুন।

ভাদ্র মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা প্রতিদিন রাতে শোওয়ার আগে ঈশ্বরের নাম জপ করবেন এবং কমলা রঙের পোশাক পড়বেন।

আশ্বিন মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা রূপোর গয়না পড়বেন। রং সাদা রঙের পোশাক পড়বেন।

কার্তিক মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা গোটা কার্তিক মাস জুড়েই সন্ধ্যাবেলায় ঠাকুর বেদির সামনে প্রদীপ জ্বালাবেন।

অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কপালে লাল চন্দনের টিপ পড়বেন এবং মেরুন রঙের পোশাক পড়বেন।

পৌষ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা অফিসে ব্যাগে বা বাড়িতে বালিশ কভারের মধ্যে কাঁচা হলুদ রেখলে ফল পাবেন। গেরুয়া রঙের পোশাক বেশি করের পড়বেন।

মাঘ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা শক্তি মন্ত্র জপ করবেন এবং কালো রঙের পোশাক পড়বেন।

ফাল্গুণ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা দরিদ্র মানুষকে দান করার পাশাপাশি নীল রঙের পোশাক পড়ুন।

চৈত্র মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধে গায়ত্রী মন্ত্র জপ করুন এবং গোলাপি ও হালকা রঙের পোশাক পড়বেন।

X