দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরাখণ্ডের কংগ্রেস বিধায়ক রাজকুমার আজ দিল্লি গিয়ে বিজেপিতে নাম লেখান। উত্তরকাশী জেলার পুরোলা আসন থেকে কংগ্রেসের টিকিটে জয়ী বিধায়ক আজ দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন। এই যোগদান পর্বে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উপস্থিত ছিলেন।

শনিবারই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল কংগ্রেস বিধায়ক রাজকুমারের। কিন্তু কোনও কারণবশত ওনার যোগদানের অনুষ্ঠান রোডও হয়ে যায়। সূত্র অনুযায়ী, কংগ্রেসের বিধায়ক বিজেপির নেতৃত্বের কাছে দেরাদুনের একটি বিধানসভা আসন থেকে টিকিট দেওয়ার শর্ত রেখেছিলেন। আর এই কারণেই ওনার শনিবারের যোগদানপর্ব রদ হয়ে যায়।

উলেখ্য, উত্তরাখণ্ডে আগামী বছরই বিধানসভা নির্বাচন হতে চলেছে, আর তাঁর গায়ে শাসক বিরোধী সমস্ত দলগুলিই কোমর বেঁধে প্রস্তুতিতে নেমেছে। কিন্তু এই প্রস্তুতির মাঝে কংগ্রেসে বারবার ভাঙনও দেখা দিচ্ছে। কিছুদিন আগে উত্তরাখণ্ডের ধনৌল্টি থেকে বিধায়ক প্রীতম সিং বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর এখন আরও একজন বিধায়ক বিজেপিতে যোগ দিলেন।

তবে শুধু উত্তরাখণ্ডেই না। গোটা দেশেই কংগ্রেসে ভাঙন দেখা দিয়েছে। কখনও কংগ্রেসের নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন, আবারও কখনও তৃণমূল কংগ্রেসে। আর আগামী লোকসভা নির্বাচনের আগে দলে বারবার এই ভাঙন নিয়ে চিন্তায় হাইকম্যান্ড। উল্লেখ্য, অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে একাধিক কংগ্রেসের নেতা-নেত্রীরা সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। লোকসভা ভোটে উত্থানের আগে কংগ্রেসে এই পতন নিয়ে চিন্তায় গান্ধী পরিবার।


Koushik Dutta

সম্পর্কিত খবর