বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় রেলওয়ের (Indian Railways) বড় সাফল্য, খুব শীঘ্রই বিশুদ্ধ পানীয় জল পাওয়া যাবে চণ্ডীগড় রেল স্টেশনে (chandigarh station)। ইতিমধ্যেই ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন এই কাজ শুরু করে দিয়েছে। বাতাস থেকে জল তৈরির মেশিন প্রতিস্থাপনের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।
তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের আদলে, চণ্ডীগড় রেলওয়ে স্টেশনেও এই ‘মেঘদূত টেকনিক’ দিয়ে জল তৈরি করা হবে। WHO এবং জলশক্তি মন্ত্রকের গুণমান অনুযায়ী মেক ইন ইন্ডিয়ার অধীনে এই পানীয় জল প্রস্তুত করা হবে। পরিবেশ বান্ধব এই মেশিন, সব আবহাওয়াতেই সমান ভাবে কাজ করবে। ডিসপ্লেতে সবসময় তাপমাত্রা এবং আর্দ্রতার মাত্রা দেখা যাবে। আর এই মেশিন সরাসরি বাতাস থেকে জল শোষণ করে জল তৈরিতে সাহায্য করবে।
এই মেশিনের কাজ-
প্রথমে বাতাস শুদ্ধ করবে এই মেশিন, যাতে কোন দূষিত পদার্থ জলে না মিশে যায়।
বাতাসের আর্দ্রতাকে জলে রূপান্তরিত করবে।
মেশিন থেকে ফিল্টার করা বাতাস সরাসরি কুলিং চেম্বারে চলে যাবে। সেখান থেকেই তা শীতল হয়ে, জলবিন্দুতে পরিণত হবে, যা স্টিলের ট্যাঙ্কে জমা হবে।
এরপর এই জমা জল বহুবার ফিল্টার করে শুদ্ধ করে নেওয়া হবে।
তারপর সেই জল কার্বন এবং ওজোন পরিস্রাবণের মাধ্যমে বিশুদ্ধ করে নিয়ে পানীয় যোগ্য করে তোলা হবে। আর শেষে মিনরল মিশিয়ে জলের স্বাদ সুস্বাদু করে তোলা হবে।
দীর্ঘদিন ধরে ওয়াটার ভেন্ডিং মেশিনগুলি বন্ধ থাকার পর, চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের এই সিস্টেমে খুবই উপকৃত হবে যাত্রীরা। সেইসঙ্গে ভারতীয় রেলের এই সাফল্য বহু ক্ষেত্রে প্রশংসার নজির সৃষ্টি করেছে।