শচীন-সৌরভদের ধারেকাছে ঘেঁষতে পারবে না কোহলি-রোহিতরা, বললেন শেন ওয়ার্ন

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের কোন সময়ের ব্যাটিং লাইনআপ সেরা, এ প্রশ্ন আগেও বারবার উঠে এসেছে। সৌরভদের আমলে ভারতের টপ ফাইভে ছিলেন বীরেন্দ্র সেওয়াগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলীর মতো ব্যাটসম্যানরা। যারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা সমস্ত জায়গাতেই ব্যাট হাতে সফল হয়েছেন। আবার বিরাটের সময়কার দলের কথা দেখতে গেলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছে তারাও।

এই দলেও রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রাহানের মতো একাধিক ব্যাটসম্যান যারা বিদেশের মাটিতে সফল হয়েছেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ভারতীয় ব্যাটিং এর স্বর্ণযুগ বলা যায় কোন সময়কে? এই প্রশ্নের উত্তরে আগেও অস্ট্রেলিয়ান তারকা লেগ স্পিনার শেন ওয়ার্ন বলেছিলেন, আমাকে যদি বলেন সৌরভের দল এবং বিরাটের দল কার বিরুদ্ধে আমি বল করতে চাইবো? আমি অবশ্যই বলব এখনকার দলের বিরুদ্ধে। কারণ সৌরভ লক্ষণ, সেওয়াগ, দ্রাবিড় এবং শচীন প্রত্যেকেই দুরন্ত প্লেয়ার ছিলেন। তাদের বিরুদ্ধে বল করা অনেক কঠিন।

ফের একবার নিজের সেই কথাই ফিরিয়ে আনলেন এই অজি তারকা। স্কাই স্পোর্টসের এক অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি বলেন “শক্তির বিচারে ভারতের এখনকার ব্যাটিং লাইন আপ দ্রাবিড়, গাঙ্গুলি, লক্ষ্মণ, টেন্ডুলকার, সেওয়াগদের সময়ের ধারেকাছেও নয়। বিরাট কোহলি নিঃসন্দেহে এই গ্রহের অন্যতম সেরা ব্যাটসম্যান। সব ফর্ম্যাট মিলিয়ে সেরা নয় যদিও। কিন্তু যখন আপনি প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানের কথা বলবেন তখন দ্রাবিড়, গাঙ্গুলি, লক্ষ্মণ, টেন্ডুলকার, সেওয়াগদের কথাই বলতে হবে। আমার মতে ভারতের এখনকার ব্যাটিং লাইন-আপ কখনোই সেরা নয়। বিরাট-রোহিত দারুণ খেলোয়াড়। আমার মনে হয় ঋষভ পান্থও সুপারস্টার হয়ে উঠবে।”

Shane Warne

তবে একই সঙ্গে তিনি মেনে নিয়েছেন বর্তমানে ভারতের বোলিং অনেক বেশি শক্তিশালী। বিশেষত জোরে বোলিং ইউনিটের এই শক্তির কারণেই বিদেশের মাটিতে একের পর এক সিরিজ জেতার মতো অবস্থানে পৌঁছেছে কোহলির দল। তিনি বলেন, ” আমার মতে ভারতের ফাস্ট বোলাররাই ভারতকে আজ এই উত্তরণ এনে দিয়েছে। তাদের জন্যই শুধু ভারতে নয় ভারত সব পরিবেশে জিততে পারছে।”

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর