বাংলা হান্ট ডেস্কঃ ২ মে’র পর থেকেই তৃণমূল (All India Trinamool Congress) অধীর আগ্রহে অপেক্ষা করছিল উপনির্বাচনের জন্য। কারণ এই উপনির্বাচনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মুখ্যমন্ত্রীর আসনে বহাল রাখতে পারবে। আর সেই জন্য রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুর আসন থেকে জয়ী হয়েও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। কারণ একটাই, ঘরের মেয়ে এবার ওই আসনে দাঁড়াবে।
দীর্ঘ প্রতীক্ষা আর সংগ্রামের পর অবশেষে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরই শুরু হয় তোরজোড়। আগামী ৩০ সেপ্টেম্বর ওই কেন্দ্রে ভোট গ্রহণ। ৩ অক্টোবর ফলাফল ঘোষণা। ভবানীপুর কেন্দ্র থেকে প্রত্যাশিত ভাবে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকা জুড়ে লাগানো হচ্ছে পোস্টার, ব্যানার। চলছে দেওয়াল লিখন আর প্রচারের কাজ।
তবে ভবানীপুর থেকে কয়েকশ কিমি দূরে উত্তর দিনাজপুরেও এই উপনির্বাচনের প্রভাব দেখা গিয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়ায় মুখ্যমন্ত্রীর সমর্থনে লেখা হয়েছে দেওয়াল। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের উদ্যোগে ভবানীপুরের উপনির্বাচনের হাওয়া চোপড়াতেও ছড়িয়ে পড়েছে।
দেওয়ালে লেখা হয়েছে, ‘বাংলার মেয়ে বাংলায় রবে, ভবানীপুরে খেলা হবে।” হামিদুল রহমান ছাড়াও চোপড়া ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতি রঞ্জন ঘোষও এই উদ্যোগে সামিল হয়েছেন। তবে বিজেপির তরফ থেকে এই দেওয়াল লিখন নিয়ে হাসিঠাট্টাও শুরু হয়েছে। উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি সুরজিত সেন বলেছেন, এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।