বাবা মায়ের কোলে ছোট্ট আর্যবীর, গণেশ চতুর্থীতেই ছেলের প্রথম ছবি প্রকাশ‍্যে আনলেন নীতি মোহন

বাংলাহান্ট ডেস্ক: গত জুন মাসের শুরুতেই সুখবর দিয়েছেন বলিউড গায়িকা নীতি মোহন (neeti mohan) ও অভিনেতা নীহার পান্ডিয়া। ২ রা জুন ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন নীতি। স্বামী নীহার এই সুখবর শেয়ার করেন সোশ‍্যাল মিডিয়ায়। এতদিন ছেলে আর্যবীরের টুকটাক ছবি শেয়ার করলেও মুখ দেখাননি তাঁরা। অবশেষে অপেক্ষা শেষ হল অনুরাগীদের।

গণেশ চতুর্থী উপলক্ষে ছেলের প্রথম ছবি প্রকাশ‍্যে আনলেন নীতি ও নীহার। নিজেদের বাড়িতে গণেশ পূজার কয়েকটি ছবি শেয়ার করেছেন গায়িকা। সেখানেই বাবা মায়ের মাঝে প্রথম বারের জন‍্য দর্শন দিলেন ছোট্ট আর্যবীর। নীতি নীহার টুইনিং করে এদিন পরেছিলেন সাদা শাড়ি এবং শেরওয়ানি। অপরদিকে আর্যবীরকে দেখা গেল হলুদ রঙা কুর্তা ও কমলা প‍্যান্টে। অবাক হয়ে ক‍্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সে।

IMG 20210913 024545
ক‍্যাপশনে নীতি লিখেছেন, ‘আমাদের হৃদয়ের টুকরো আর্যবীর। যবে থেকে ও আমাদের জীবনে এসেছে প্রতিটা দিন জাদুময় হয়ে উঠেছে। সকাল হোক বা রাত, আর্যবীরের কর্মকাণ্ডই আমাদের দুজনের পরিবারে ব্রেকিং নিউজ। সব দিক থেকেই ভালবাসা ও উত্তেজনা উপচে পড়ছে। আমরা সত‍্যিই আশীর্বাদধন‍্য। আমাদের ছেলের জন‍্য যেন সেরা অভিভাবক হয়ে উঠতে পারি আমরা। শুভেচ্ছা ও আশীর্বাদের জন‍্য অনেক ধন‍্যবাদ।’

প্রথমবার সুখবর দিয়ে ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন নীতি। প্রথম ছবিতে দেখা গিয়েছে ছোট্ট হাত দিয়ে মায়ের আঙুল আঁকড়ে ধরেছে ছোট্ট আর্যবীর। স্ত্রী ও ছেলের হাত নিজের হাত দিয়ে আগলে রেখেছেন নীহার। পরের ছবিগুলিতে একে অপরের দিকে হাসি মুখে তাকিয়ে রয়েছেন তাঁরা। আবার কখনো একে অপরের দিকে তাকিয়ে মজার এক্সপ্রেশন দিচ্ছেন।

https://www.instagram.com/p/CTuLBdcM2xC/?utm_medium=copy_link

ছবিগুলির সঙ্গে একটি মিষ্টি ক‍্যাপশনও দিয়েছিলেন নীতি। লিখেছেন, ‘এই ছোট্ট হাতগুলোর স্পর্শ এখনো পর্যন্ত আমাদের সবথেকে সুন্দর অনুভূতি। আর্যবীর আমাদের ওর অভিভাবক হিসেবে বেছে নিয়েছে। এর থেকে বড় সৌভাগ‍্য আর কী হতে পারে।ও আমাদের পরিবারের আনন্দ আরো বাড়িয়ে তুলেছে। অত‍্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।’

Niranjana Nag

সম্পর্কিত খবর