বর্ষাকালে দেওয়ালের ড্যাম্প পড়ার চিন্তায় ঘুম নষ্ট, সমাধান করুন মাত্র ৭ টি উপায়ে

বাংলাহান্ট ডেস্কঃ কাঁচা বাড়িতে বসবাসকারী মানুষ হোক কিংবা ভাড়াবাড়িতে থাকা মানুষ, সকলেই চায় নিজের একটা পাকা বাড়ি হোক। সেই বাড়ির শক্ত ছাদের নিচে নিশ্চিন্তে ঘুমানো যাবে। কিন্তু বাড়ি বানিয়ে নিয়ে বা কেনার পর আপনার সেই নিশ্চিন্তের ঘুম নষ্ট করছে দেওয়ালের ড্যাম্প (damp)?

3 20210727165637 1

এক নাগাড়ে বৃষ্টির জেরে দেওয়ালে ড্যাম্প পড়ছে? দেওয়ালের জল চুইয়ে এসে ঘরের জিনিসপত্র ভিজে যাচ্ছে? কিছুতেই এর থেকে মুক্তি পাচ্ছেন না? দেখে নিন এই বিশেষ ৭ টি উপায়, যা প্রয়োগ করলে সহজেই মিলবে এই সমস্যার সমাধান।

রান্নাঘরে চিমনি ব্যবহারের ফলে তেলচিটে ময়লা পড়ায় দেওয়ালে ড্যাম্প পড়তে পারে।

বৃষ্টির পর ঘরের আসবাবপত্র গুলো সম্ভব হলে রোদে দিন।

img 1920 ins 8667 600

দেওয়ালের যে জায়গায় জল দেখা যাচ্ছে, সেখানে প্রথমে দেখতে হবে কোন লিকেজ আছে কিনা। তাহলেই অবশ্যই তা সারিয়ে নিতে হবে।

অনেক সময় ঘরে আলো-বাতাসের অভাবের জন্য দেওয়ালে ড্যাম্প পড়ে। সেক্ষেত্রে ঘরের জানলা দরজা সব খুলে রাখতে হবে।

ঘরের দরজা জানলা বন্ধ রেখে এসি চালালে অনেক সময় ড্যাম্প পড়ে দেওয়ালে।

penetrating damp

সম্ভব হলে ভালো পিউরিফায়ার কিনে সর্বদা ঘরকে পরিস্কার রাখুন।

আবার অনেক সময় দেওয়ালে ড্যাম্প পরার সঙ্গে সঙ্গে ফাংগাল গ্রোথও হতে দেখা যায়। সেক্ষেত্রে সাবান জলে ডুবিয়ে সেগুলোকে পরিস্কার করতে হবে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর