গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ, বন্ধ হল Vi-র এই বিশেষ প্ল্যান!

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম পর্বে পৃথক থাকলেও, প্রতিযোগিতার বাজারে একসঙ্গে মিলিত হয় ভোডাফোন (Vodafone) এবং আইডিয়া (Idea) টেলিকম কোম্পানি। গত ২০১১ সালের ৩১ শে আগস্ট থেকে এই দুই কোম্পানি মিলিত হয়ে নতুন নাম হয় ভোডাফোন আইডিয়া লিমিটেড (Vodafone Idea Limited)।

এক হলেও, পূর্বের মত আর লাভের মুখ দেখতে পাচ্ছে না Vi টেলিকম কোম্পানি। সেই কারণে গ্রাহকদের আকর্ষণ করার জন্য পেশ করা অফার এবার বন্ধ করতে চলেছে Vi। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ইতিমধ্যেই এক বিশেষ অফার বন্ধ করে দিয়েছে Vi। বিশেষজ্ঞদের ধারণা, আর্থিক সংকটে পড়ে একবার যখন দুটি সার্কেলে এই অফার বন্ধ করা হয়েছে, তা ধীরে ধীরে অন্য সার্কেলেও বন্ধ করতে পারে Vi।

bbscb

Vi-র এই বিশেষ অফারে গ্রাহকরা পাচ্ছিলেন নতুন ফোরজি ডবল ডাটা অফার। যাতে দৈনিক ২GB ডেটার সঙ্গে আরও ২GB। অর্থাৎ এক রিচার্জে মোট ৪ GB ডেটা পাচ্ছিল গ্রাহকেরা। গত ৮ ই জুন ২০২১-র এই নতুন অফার চালু করলেও, আর্থিক মন্দার কারণে তা বন্ধ করছে Vi। এখন শুধুমাত্র ২GB ডেটা পাবেন গ্রাহকরা।

Vi-র অন্য প্ল্যান-

৯০১ টাকার prepaid plan: ৮৪ দিনের জন্য দৈনিক ৩ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও দৈনিক ১০০ এসএমএস ফ্রি পাওয়া যাচ্ছে এই প্যাকে। Disney+ Hotstarএর সুবিধার পাশাপাশি অতিরিক্ত ১৬ জিবি ডেটা পাওয়া যাচ্ছে এই প্যাকে।

bloombergquint 2020 10 ad65118e 2695 474c 8023 53fe881859ec Exterior of Vodafone Idea store Photographer Vijay Sartape BloombergQuint 061020 1

৭০১ টাকার prepaid plan: দৈনিক ৩ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও দৈনিক ১০০ এসএমএস ফ্রি পাওয়া যাচ্ছে এই প্যাকে। ১ বছরের জন্য Disney+ Hotstar, Vi Movies And Tv অ্যাপ ফ্রি পরিষেবা, রাতে হাইস্পিড ইন্টারনেট এবং সপ্তাহে রোল ওভার বেনিফিট থাকছে।

৫০১ টাকার prepaid plan: মোট ৫৬ দিনের জন্য দৈনিক ৩ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও দৈনিক ১০০ এসএমএস ফ্রি পাওয়া যাচ্ছে এই প্যাকে। ১ বছরের জন্য Disney+ Hotstar এবং Vi Movies And Tv অ্যাপ ফ্রি পরিষেবাও থাকছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর