বাংলাহান্ট ডেস্কঃ প্রতিবেশি দেশ হলেও, প্রথম থেকেই ভারতের (india) বিরুদ্ধে নানারকম সন্ত্রাসমূলক কাজকর্ম করে আসছে পাকিস্তান (pakistan)। প্রতিটা সময় মুখিয়ে থাকে কিভাবে ভারতের ক্ষতিসাধন করা যায়। কোনরকম ফাঁকফোকড় পেলেই, নিজের অভিসন্ধি চরিতার্থ করার প্রচেষ্টা চালাতে থাকে শত্রু দেশ পাকিস্তান।
চেষ্টা করলেও, তাঁদের প্রচেষ্টা সবসময় ব্যর্থ করে দেয় ভারতের রক্ষাকারীরা। সর্বদা সীমান্ত এলাকায় মোতায়েন থাকা সৈন্যরা, কোনভাবেই পাকিস্তানের কোন অসৎ অভিসন্ধি সার্থক হতে দেয় না। আর এবারেও তাই হল। মাঝ সমুদ্রে ধরা পড়ল পাকিস্তানের নৌকা।
ইন্ডিয়ান কোস্ট গার্ডের ‘রাজরতন’ নামে একটি জাহাজ গত ১৪ ই সেপ্টেম্বর রাতে নজরদারী চালাচ্ছিল। সেইসময় ভারতীয় সীমানার মধ্যে ‘আল্লা পাওয়াওয়াকল’ নামে একটি পাকিস্তানী নৌকা তাঁদের নজরে পড়ে। সেই পাকিস্তানী নৌকায় ছিলেন ১২ জন।
নজরদারী করার সময় গুজরাট সীমান্তের কাছাকাছি ওই পাকিস্তানী জাহাজটিকে ট্রাক করে ইন্ডিয়ান কোস্ট গার্ডের জাহাজ ‘রাজরতন’। আর সন্দেহ হতেই নৌকাটিকে আটক করে গুজরাটে নিয়ে যাওয়া হয়। ভারতীয় কোস্ট গার্ড ওই দলটির নেতৃত্বে দিচ্ছিলেন কমান্ড্যান্ট (জেজি) গৌরব শর্মা।
কোস্ট গার্ডের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, গত ১৪ ই সেপ্টেম্বর রাতে নজরদারী চালানোর সময় ‘রাজরতন’ জাহাজের নজরে আসে একটি পাকিস্তানী নৌকা, যার নাম ‘আল্লা পাওয়াওয়াকল’। সেই জাহাজে ১২ জন যাত্রীও ছিলেন। তাঁদের আটক করে গুজরাটে নিয়ে আসা হয়েছে।