বাংলাহান্ট ডেস্কঃ শীতকাল হোক কিংবা গরমকাল, ঠোঁট (lip) ফাটার সমস্যায় অস্থির অনেকেই। শুধুমাত্র ঠোঁট ফাটাই নয়, ঠোঁট থেকে রক্তপাত, চামড়া ওঠা, খসখসে হয়ে যাওয়া নানাবিধ সমস্যা রয়েছে। অনেক কিছু ব্যবহার করেও, এই সমস্যা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না?
তবে কিছু ঘরোয়া উপায়ে মেনে চললেই, এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দেখে নিন-
অ্যালোভেরাঃ প্রথমে অ্যালোভেরা পাতা থেকে জেলি বের করে একটা পাত্রে রাখতে হবে। তারপর ঘুমাতে যাওয়ার আগে ওই জেল ঠোঁটে মেখে রাখুন এবং সকালে উঠে ধুয়ে ফেলুন। এইভাবে প্রতিদিন রাত্রে করলেই, ভালো ঠোঁটের অধিকারী হবেন।
নারকেল তেলঃ খাঁটি নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, আলামন্ড অয়েল, জোজোবা অয়েল, টিট্রি অয়েল, গ্রাপিসড অয়েল- এর মধ্যে থেকে অন্তত ৩ প্রকারের তেল একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান। দিনে অন্তত তিন বার করে লাগাতে পারেন। আবার রাতে ঠোঁটে লাগিয়ে ঘুম থেকে উঠে ভালো করে ধুয়ে নিন। পার্থক্য টের পাবেন।
মধু এবং ভেসলিনঃ ঠোঁটে প্রথমে মধু লাগিয়ে নিন। তারপর পাতলা স্তর বা আস্তরণ তৈরি করে তার উপর ভেসলিনের একটা স্তর তৈরি করুন। এরপর ১০ থেকে ১৫ মিনিট রেখে টিস্যু বা পাতলা কাপড়ের সাহায্যে তা তুলে নিন। এই ভাবে এক সপ্তাহ করলেই, সমস্যা থেকে মুক্তি পাবেন।
শশাঃ প্রথমে কিছুটা শশার রস তৈরি করুন। তারপর ২-৩ মিনিট ধরে শশার টুকরো ঠোঁটে ঘষতে থাকুন। এরপর ওই রস করে রাখা শশা ঠোঁটে লাগাতে হবে। তা প্রায় ১০ মিনিট রেখে, ঠোঁট শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে অন্তত একবার করে এই পদ্ধতি প্রয়োগ করে দেখুন, পার্থক্য বুঝতে পারবেন।