ভারতকে বিশ্বকাপে হারানোর হুমকি দেওয়া পাক অধিনায়কের উপরেই ঝুলছে খাঁড়া, রমিজ রাজা দিলেন বড় বয়ান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগে পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে জয় নিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু করতে চান তারা। এখন কার্যত সেই বাবর আজমের অধিনায়কত্বের উপরেই খাঁড়া ঝুলছে অন্তত এমন কথাই সামনে এসেছিল পাকিস্তানি সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে। যদিও বাবর কার্যত এ কথা উড়িয়ে দিয়েছেন।

জানা গিয়েছিল পাক অধিনায়কের সঙ্গে একাধিক বিষয়ে মতবিরোধ রয়েছে পিসিবির। এমনকি দল নির্বাচনের ক্ষেত্রেও বাবরের মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি, যদিও একথাও সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে সম্প্রতি বাবর বলেন, “আমি মনে করি, বোর্ডের কর্মকর্তারা এবং প্রধান নির্বাচকও দল নির্বাচনের ব্যাপারে অবস্থান স্পষ্ট করেছেন, তাই আমি দলকে পুরোপুরি সমর্থন করছি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করার আশা করছি।”

তিনি এও জানান দল নির্বাচনের ক্ষেত্রে তার বক্তব্য তা তিনি রেখেছেন। একইসঙ্গে অধিনায়কত্ব বদল প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাবর বলেন, এ বিষয়ে তাকে বোর্ডের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তাই এ সম্পর্কে তার কোনও ধারণা নেই। তবে তিনি এও বলেন, এটা একটা স্বাভাবিক বিষয় যে অধিনায়ককে লক্ষ্য অর্জন করতে হবে এবং প্রত্যাশা অনুযায়ী বাঁচতে হবে। অন্যদিকে পাক বোর্ডের প্রধান রামিজ রাজা তার প্রথম সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ইমরান খানের থেকে তার যেরকম চাহিদা ছিল ঠিক তেমনটাই তিনি আশা করেন বাবরের থেকেও। যদিও বাবরকে ব্যক্তিগতভাবে চেনেন না তিনি, তবে তার অধিনায়কত্ব নিয়ে এখন কোন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত তাড়াতাড়ি হবে।

অন্যদিকে পাকিস্তান নিউজিল্যান্ড সিরিজ নিয়েও মন্তব্য করেছেন বাবর আজম। তিনি জানান অধিনায়ক কেন উইলিয়ামসন, টিম সেফার্ট, ডেভন কনওয়ে, অভিজ্ঞ ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমসন এবং লকি ফার্গুসন দলে অনুপস্থিত থাকলেও নিউজিল্যান্ড কঠিন লড়াই দেবে। নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজ পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পাকিস্তান এবং আরব আমিরশাহীতে পিচ অনেকটা একই রকম হবে বলেও মন্তব্য করেন বাবর।

সম্পর্কিত খবর

X