মোদী সরকারের স্বপ্নের প্রকল্প দিল্লি-মুম্বাই হাইওয়েতে ১৭০ কিমি বেগে গরগরিয়ে ছুটল গড়কড়ির গাড়ি

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লি-মুম্বাই এস্কপ্রেসওয়েতে কেমন কাজ চলছে তা দেখার জন্য খোদ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি রতলামে পর্যবেক্ষণ করলেন। এই পর্যবেক্ষণে তিনি হাইওয়েতে দুরন্ত গতিতে গাড়িও ছুটিয়ে দেখলেন। ওনার ছোটানো গাড়ির স্পিড ১৭০ কিমি পর্যন্ত ছিল। আর এত বেগে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে গড়কড়ির গাড়ি গরগরিয়ে ছুটতে থাকে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গড়কড়ি প্রথমে হেলিকপ্টারের মাধ্যমে পর্যবেক্ষণ করেন। এরপর তিনি নিজে গাড়িতে বসে স্পিড টেস্ট করেন।

মধ্যপ্রদেশের রতলাম জেলার জাবরায় নির্মীয়মাণ দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের পর্যবেক্ষণে পৌঁছেছিলেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি। কাজ এবং রাস্তার মান দেখার পর তিনি হেলিকপ্টারে করে রাস্তার পর্যবেক্ষণ করেন। এরপর তিনি নিজে গাড়িতে বসে ড্রাইভারকে দিয়ে ১৭০ কিমি বেগে গাড়ি চালিয়ে টেস্ট নেন।

টেস্ট ড্রাইভের পর গড়কড়ি বলেন, ‘আমি সবার আগে নির্মাণের কাজের সঙ্গে যুক্ত কোম্পানিগুলিকে গুনমান ঠিক রাখার নির্দেশ দিয়েছিলাম। গতি পরীক্ষণ সফল হয়েছে। এই এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতি ১২০ কিমি রাখা হতে পারে।”

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে মধ্যপ্রদেশের তিনটি জেলা হয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশে ২৪৫ কিমি দীর্ঘ হবে এই নতুন হাইওয়ে। রতলাম মন্দসৌর আর ঝাবুয়া জেলা হয়ে যাবে এই সড়ক। নভেম্বর ২০২২-র মধ্যে এই সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। প্রথম পর্যায়ে ৮ লেন আর দ্বিতীয় পর্যায়ে ১২ লেনের সড়ক নির্মাণ হবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর