বাংলাহান্ট ডেস্ক: দলের অভ্যন্তরেই মনোমালিন্য, রেষারেষি নিয়ে বারে বারে সংবাদ শিরোনামে উঠে আসছে বিজেপি। দলীয় নেতৃত্বদের সিদ্ধান্ত মানতে না পেরে দল ছেড়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলে এসেছেন এমন একাধিক নজির রয়েছে। এমনকি মোদীর মন্ত্রীসভায় ঠাঁই না হওয়ায় সদ্য পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে নাম লিখিয়েছেন বাবুল সুপ্রিয়। এবার দিলীপ ঘোষের (dilip ghosh) বিরোধিতা করলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (hiran chatterjee)।
বিধাধসভা নির্বাচনের আগে শোরগোল ফেলে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন হিরণ। সবুজ শিবিরে যোগ্য সম্মান না পাওয়ার অভিযোগ এসেছিলেন তিনি। টানা প্রচার করে খড়গপুর সদরে জিতেওছেন হিরণ। তারপর থেকে বিভিন্ন উন্নয়নমূরক কাজ করার জন্য একাধিক বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। কিন্তু এবারে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যের বিরোধিতা করে খবরে উঠে এলেন হিরণ।
খড়গপুরে তিনটি ওভারব্রিজ তৈরি হচ্ছে রেলের তরফে। খড়গপুর শাখার ডিআরএমকের প্রশংসা করে দিলীপ ঘোষ জানান, পুজোর আগেই উদ্বোধন হয়ে যেতে পারে ওভারব্রিজগুলির। এখানেই তাঁর সঙ্গে মতপার্থক্য হিরণের। রেলের এই কাজে শ্রমিকদের নিরাপত্তার দিকটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
হিরণ বলেন, তিনি ভারতীয় রেলের সমালোচনা করতে চান না। রেলমন্ত্রীও বলেছেন বাংলার উন্নতির জন্যই কাজ করতে চান তিনি। কিন্তু খড়গপুরে যে কাজটা হচ্ছে তা নিয়ে কয়েকটি অভিযোগ রয়েছে তাঁর। হিরণের কথায়, শ্রমিকদের নিরাপত্তার দিকটা একেবারেই দেখছেন না রেলের অফিসাররা। শ্রমিকদের নূন্যতম হেলমেটটা পর্যন্ত নেই। ফলে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।
হিরণের অভিযোগ, এত বড় একটা কাজ হচ্ছে কিন্তু কোনো ইঞ্জিনিয়ার বা রেলের অফিসারকে দেখেননি তিনি। কয়েকজন দোকানদেরকে উচ্ছেদও করা হয়েছে। আবার কিছু জনকে রেখে দেওয়া হয়েছে। এভাবে কি উন্নয়ন করা যায়? প্রশ্ন তুলেছেন হিরণ। তৃণমূল ক্ষমতায় বসার হ্যাটট্রিক করার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ফের পুরনো দলে ফিরতে পারেন হিরণ। তাঁর এদিনের বক্তব্য সেই জল্পনাকেই ফের উসকে দিল।