বাংলাহান্ট ডেস্ক: আম আদমি পার্টির বিধায়কের সঙ্গে ঝামেলায় জড়ালেন রাখি সাওয়ান্ত (rakhi sawant)। বিতর্ক এবং রাখি সমার্থক। তিনি মুখ খুললেই শুরু হয়ে যায় কন্ট্রোভার্সি। তবে এবারে কিন্তু তিনি আগ বাড়িয়ে শুরু করেননি বিবাদ। বরং আম আদমি পার্টির বিধায়ক রাঘব চাড্ডার (raghav chadha) একটি মন্তব্যের উত্তর দিতেই মুখ খুলেছেন রাখি।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। এদিন নভজ্যোৎ সিং সিধুকে কটাক্ষ করে টুইটে আম আদমি পার্টি বিধায়ক রাঘব চাড্ডা লেখেন, ‘পঞ্জাব রাজনীতির রাখি সাওয়ান্ত, নভজ্যোৎ সিং সিধু ধমক খেয়েছেন কংগ্রেসের উপর মহল থেকে। তাই আজ স্বাদ বদলের জন্য অরবিন্দ কেজরিওয়ালের পেছনে পড়েছেন তিনি।’
AAP বিধায়কের এই তুলনা কানে এসেছে রাখি সাওয়ান্তেরও। আর কে না জানে সপাটে জবাব দিতে রাখির উপরে আর কেউ নেই! সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় এই প্রসঙ্গ ওঠায় বিধায়কের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন রাখি। তিনি বলেন, “রাঘব চাড্ডা, আমার থেকে এবং আমার নাম থেকে দূরে থাকো। আমার নাম নিলে তোমার চাড্ডা খুলিয়ে ছাড়ব।”
The Rakhi Sawant of Punjab politics -Navjot Singh Sidhu- has received a scolding from Congress high command for non stop rant against Capt. Therefore today,for a change, he went after Arvind Kejriwal. Wait till tomorrow for he shall resume his diatribe against Capt with vehemence https://t.co/9SDr8js8tA
— Raghav Chadha (@raghav_chadha) September 17, 2021
এখানেই না থেমে বলিউডের ‘ড্রামা কুইন’ আরো বলেন, “আপনি নিজেই দেখুন, ট্রেন্ডিংয়ে আসার জন্য আমার নামের দরকার পড়ল আপনার। তাহলে ভাবুন তো আমি কীভাবে ট্রেন্ডিংয়ে থাকি।” এই বিতর্কে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন স্বামী রিতেশও। বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও রাখিকে সমর্থন করে সুর চড়িয়েছেন তিনি।
রিতেশের কথায়, “মহিলাদের নিয়ে এমন ঘৃণ্য মানসিকতা একেবারেই ঠিক নয়”। তিনি বলেন, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবেদন করবেন যেন রাঘব চাড্ডাকে ইস্তফা দিতে বাধ্য করা হয় এই মন্তব্যের জন্য। AAP বিধায়ককে জবাব দিয়েছেন সিধুও। পালটা টুইট করে তিনি কটাক্ষ শানিয়েছেন, ‘বনমানুষ থেকে বিবর্তিত হয়ে মানুষ এসেছে। কিন্তু রাঘব চাড্ডার মানসিকতা দেখে মনে হচ্ছে তাঁর বিবর্তন এখনো সম্পূর্ণ হয়নি।’