বাংলা হান্ট ডেস্কঃ ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ সবসময়ই চরম উত্তেজনাকর হয়ে ওঠে। আর দর্শকদের মনেও গাঁথা হয়ে যায় পুরনো দিনের সেসব স্মৃতি। আজ, ১৯ সেপ্টেম্বর একদিকে যেমন ২০০৭ সালে এই দিনে এক ওভারে ছটি ছক্কা মেরে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। তেমনই আবার এই একই দিনে রয়েছে ভারতের একটি দুঃখজনক হারের স্মৃতিও। যে ম্যাচের কথা আজ বলছি তা ১৯৯৮ সালের।
টরেন্টো ক্রিকেট গ্রাউন্ডে সেবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। প্রথমে ব্যাট করে এই ম্যাচে ৩১৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করেছিল পাকিস্তান। বিশেষত রীতিমতো মারমুখী ফর্মে ছিলেন শাহিদ আফ্রিদি। মাত্র ৯৪ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ স্কোর। গুরুত্বপূর্ণ ৭৮ রানের ইনিংস খেলেছিলেন ইনজামাম-উল-হকও। ভারতের হয়ে দুটি করে উইকেট তুলে নিয়েছিলেন অজিত আগারকার এবং সুনীল যোশি।
এই বিশাল স্কোর তাড়া করা তখনকার দিনে অতখানি সহজ ছিল না। জবাবে ব্যাট করতে নেমে কার্যত ইনজামাম এবং আফ্রিদির মিলিত স্কোরকেও ছুঁতে পারেনি ভারতীয় দল। এই ম্যাচে তারা দুজনে মিলে মোট ১৮৭ রান করেছিলেন। অন্যদিকে ভারত অলআউট হয়ে যায় মাত্র ১৮২ রানে। কার্যত শুরু থেকেই ভেঙে পড়েছিল ভারতীয় ইনিংস। ওপেনার সৌরভ গাঙ্গুলী ১০ এবং নয়ন মঙ্গিয়া মাত্র ৪ রানেই প্যাভিলিয়নের ফিরে গিয়েছিলেন।
https://youtu.be/sWYuraBe1IY
এরপর নভজোৎ সিং সিধু এবং অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন দলকে সামলানোর চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। এই ম্যাচে ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন সিধু, অন্যদিকে ৪০ রানের ইনিংস খেলে দলের পতন রোধ করার চেষ্টা করেছিলেন আজাহারও। কিন্তু মূলত তারা আউট হতেই ভেঙে পড়ে ভারতীয় দল। শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে ১৮২ রানেই অলআউট হয়ে যায় তারা। পাকিস্তানের এইমাত্র কুড়ি রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন সাকলিন মুস্তাক।