বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে এই ব্যস্ততার সময়ে কাজের ফাঁকেও রূপচর্চা করতে কেউই ভোলেন না। নিজেকে সুন্দর এবং পরিপাটি করে রাখতে কে না চায় বলুন তো। তবে রূপচর্চা বলতে কি শুধু ত্বক, চুল আর নখের পরিচর্চা বোঝায়? আপনার শরীরের আরো দুটো অঙ্গ যে এই সৌন্দর্যের তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে।
আমাদের মধ্যে অনেকেরই হাতের কনুই ও হাঁটুতে কালচে দাগ (dark spot in elbow and knee) থাকে। সেটা কেউ এড়িয়ে যান, আবার অনেকে এই কালচে দাগ লোকানোর জন্য সবসময় ফুল হাতা পোশাক পড়েন। তবে নিজেকে ঢেকে রাখার দিন এবার শেষ। দেখে নিন এমন কিছু ঘরোয়া উপায়, যা একবার ব্যবহার করলে, নিমেষের মধ্যেই উধাও হবে সেই দাগ। দেখে নিন-
মুখের মত সানস্ক্রিনের ব্যবহার করতে পারেন কনুইয়ে। এছাড়া পাতিলেবু কেটে অর্ধেক করে ১০-১৫ মিনিট ধরে ভালো করে ঘষতে থাকুন কনুইয়ে। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলে, অল্প ময়েশ্চারাইজার লাগিয়ে রাখুন, পার্থক্য টের পাবেন।
খাবার সোডা আর সামান্য জল মিশিয়ে হাঁটুর কালচে লাগিয়ে ৫-৮ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। আবার, ২ চামচ মধু আর ২ চামচ ওটস মিশিয়ে স্ক্র্যাব তৈরী করে হাঁটুতে মাখিয়ে ধুয়ে ফেলতেই হাতেনাতে ফল পেয়ে যাবেন।