গুণীই বোঝে গুণের কদর, পবনদীপের গান শুনে নিজের গলা থেকে সোনার চেন খুলে উপহার দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী

বাংলাহান্ট ডেস্ক: ইন্ডিয়ান আইডল সিজন ১২ নিঃসন্দেহে জনপ্রিয়তার অন‍্য চূড়ায় পৌঁছে দিয়েছে পবনদীপ রাজন (pawandeep rajan) এবং অরুণিতা কাঞ্জিলালকে (arunita kanjilal)। গানের দিক থেকে তো বটেই, উপরন্তু শোয়ের মধ‍্যেই দুই প্রতিযোগীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে টিআরপি নিশ্চিত করেছিল ইন্ডিয়ান আইডল। যদিও পরে পবনদীপ অরুণিতা দুজনেই স্বীকার করেছিলেন এমন কিছুই নেই তাঁদের মধ‍্যে। তাঁরা শুধুই ভাল বন্ধু।

গোটা প্রতিযোগিতা সহ ফিনালেতেও হাড্ডাহাড্ডি লড়াই চলেছে পবনদীপ অরুণিতার মধ‍্যে। কিন্তু বাংলার মেয়েকে টেক্কা দিয়ে শেষমেষ বিজয়ীর হাসি হেসেছেন উত্তরাখণ্ডের প্রতিযোগী পবনদীপ। গুচ্ছের  পুরস্কারের পাশাপাশি দর্শকদের মন জিততেও সক্ষম হয়েছেন তিনি। ইন্ডিয়ান আইডল শেষ হয়ে গেলেও নেটমাধ‍্যমে কিন্তু সব স্মৃতিই তাজা। প্রায়ই পবনদীপ অরুণিতার ভিডিও শেয়ার হয় সেখানে।

991113 pawandeep rajan
সম্প্রতি একটি এপিসোডের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এসেছিলেন বর্ষীয়ান সুরকার বাপ্পি লাহিড়ী (bappi lahiri)। সেই এপিসোডে হারমোনিয়ম বাজিয়ে ‘কিসি নজরকো তেরা ইন্তেজার আজ ভি হ‍্যায়’ গানটি গেয়ে শুনিয়েছিলেন পবনদীপ। প্রতিযোগীর গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন বাপ্পি। পুরস্কার হিসেবে একটি সোনার চেন তুলে দিয়েছিলেন তিনি পবনদীপের হাতে।

গান শুনিয়ে গোল্ডেন ম‍্যানের থেকে সোনার চেন পাওয়া কম কথা নয়। পদে পদে পবনদীপ প্রমাণ করেছেন তিনি সাধারন কোনো প্রতিযোগী নন। এদিন তাঁর গান শুনে অবাক হয়ে গিয়েছিলেন হিমেশ রেশমিয়া ও বিশাল ডাডলানিও। দুজনেই দাবি করেন তাঁরা পবনদীপের বড় ভক্ত।

https://www.instagram.com/tv/CKIcSjBq2QW/?utm_medium=copy_link

এই এপিসোডেই হিমেশ কথা দিয়েছিলেন পবনদীপকে দিয়ে গান গাওয়াবেন তিনি। কথা রেখেছেন সুরকার গায়ক। ইতিমধ‍্যেই হিমেশ রেশমিয়ার সুরে দুটি গান গেয়ে ফেলেছেন তাঁরা। এবার তৃতীয় গানটিও রেকর্ড করে ফেললেন পবনদীপ অরুণিতা।

হিমেশের লেখা ও সুরে ‘ও সাইয়োনি’ গানটি গেয়েছেন পবনদীপ এবং অরুণিতা। বলিউডের খ‍্যাতনামা সঙ্গীতশিল্পীর অ্যালবাম ‘হিমেশ কে দিল সে’র মধ‍্যে এই গানটি রয়েছে। গানটি রেকর্ড করার সময়কার একটি ছোট্ট ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হিমেশ। রোম‍্যান্টিকের সঙ্গে কিছুটা লোকগানের মিশেল রয়েছে গানটিতে। এর আগে ‘তেরে বগয়ের’ ও ‘তেরি উম্মিদ’ নামে দুটি গান গেয়েছিলেন তাঁরা হিমেশের সুরে।

Niranjana Nag

সম্পর্কিত খবর