বাংলাহান্ট ডেস্ক: এগিয়ে আসছে মহালয়া। ঘূরর্ণাবর্তের দুর্যোগের মধ্যেই আসন্ন দূর্গাপুজোর আনন্দে একটু হলেও মুখে হাসি রয়েছে বাঙালির। মহালয়া মানেই রেডিওতে মহিষাসুরমর্দিনী আর টিভিতে মহালয়ার অনুষ্ঠান। একাধিক চ্যানেলে ভিন্ন ভিন্ন ধাঁচের মহালয়া দেখতে উৎসুক থাকেন দর্শকদের একটা বড় অংশ। বিশেষ করে দূর্গা কে হচ্ছেন তা নিয়ে আগ্রহ থাকে সবথেকে বেশি।
এবারে জি বাংলার ‘নানা রূপে মহামায়া’ অনুষ্ঠানে দূর্গা রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (subhashree ganguly)। ইতিমধ্যেই তাঁর দুটি রূপ প্রকাশ্যে এসেছে। প্রথম বারে শান্ত, স্নিগ্ধ রূপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। আর সম্প্রতি যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে সিংহবাহিনী ত্রিশূলধারিণী দেবী রূপে দেখা গিয়েছে তাঁকে।
অনেকদিন পর শুভশ্রীকে দূর্গা রূপে মহালয়াতে দেখার জন্য উত্তেজনায় ফুটছে দর্শকদের অনেকেই। আবার একাংশ ট্রোল করতেও ছাড়েনি অভিনেত্রীকে। তাদের বেশিরভাগের বক্তব্য একটাই, রাজ চক্রবর্তীর দৌলতেই এত কাজ পাচ্ছেন শুভশ্রী। কেউ লিখেছেন, ‘চ্যানেলে রাজ চক্রবর্তীর রাজ চলে বলে সব জায়গায় শুভশ্রী। খুবই হতাশাজনক।’ আবার অনেকের কটাক্ষ, শুভশ্রীকে দূর্গা রূপে একদমই মানাচ্ছে না।
উল্লেখ্য, এর আগেও শুভশ্রীকে মহালয়ার অনুষ্ঠানে দূর্গার সাজে দেখা গিয়েছে, কিন্তু মা হওয়ার পর এটাই শুভশ্রীর প্রথম কাজ। এমনিতে বেশ কিছুদিন আগেই জি বাংলার রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স এর বিচারকের আসন গ্রহণ করেছেন তিনি। হয়েছে টুকটাক ফটোশুটও। কিন্তু ইউভানের মা হওয়ার পর সেই অর্থে শুটিং শুভশ্রীর এই প্রথম।
https://www.instagram.com/p/CT9UeDjBJ7-/?utm_medium=copy_link
আপাতত ডান্স বাংলা ডান্সের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন শুভশ্রী। মাঝে ইউভানের সঙ্গে কিছু ফটোশুটও করতে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া বড়পর্দায় এখনো দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর। স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় হাবজি গাবজি এবং ধর্মযুদ্ধ ছবিতে অভিনয় করেছিলেন শুভশ্রী। তবে করোনা আবহে এখনো মুক্তি দেওয়া সম্ভব হয়নি ছবিদুটির।