বাংলাহান্ট ডেস্ক: ৭৩ এ পা দিলেন বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট (mahesh bhatt)। বলিউডের খ্যাতনামা পরিচালকদের মধ্যে তিনি অন্যতম। স্ত্রী কন্যাদের নিয়ে ফিল্মি ফ্যামিলি মহেশের। তবে বিতর্কের দিক থেকেও প্রথমেই উঠে আসে ভাট পরিবারের নাম। গত বছর এই বিতর্কের কারণেই বাবার জন্মদিনে তেমন ধুমধাম করতে পারেননি ছোট মেয়ে আলিয়া ভাট (alia bhatt)। তবে এ বছরে পাশা ঘুরে গিয়েছে।
বাবার এই বিশেষ দিন উপলক্ষে ছোটখাট ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন দুই মেয়ে আলিয়া ও পূজা। ‘হ্যাপি বার্থডে’ লেখা বেলুনে সাজিয়ে তোলা হয়েছিল পার্টি। আয়োজন ছিল চকোলেট কেক এবং পুডিংয়েরও। তবে সবথেকে বেশি নজর কাড়লেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর (ranbir kapoor)। হবু শ্বশুর মশাইয়ের জন্মদিনে সেজেগুজে উপস্থিত ছিলেন তিনিও।
পার্টির থিম অনুযায়ী সকলকেই দেখা গেল কালো পোশাকে। দুই মেয়ে, হবু জামাইকে নিয়ে হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিলেন ‘বার্থডে বয়’ মহেশ ভাট। ছবিগুলি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘৭৩ বছরের তরুণ। শুভ জন্মদিন বাবা।’ পার্টির ছবি শেয়ার করেছেন সৎ দিদি পূজা ভাটও। ছোট বোনের সঙ্গে বাবার ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। এদিন ভিডিও কলের মাধ্যমে পার্টির অংশ হয়েছিলেন মহেশ-স্ত্রী সোনি রাজদান এবং কন্যা শাহিন ভাট।
গত বছর এই সময়ে বিতর্কের তুঙ্গে ছিলেন আলিয়া এবং মহেশ ভাট। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ফেঁসেছিলেন বর্ষীয়ান পরিচালক। তাঁর বিরুদ্ধে রিয়াকে উসকে সুশান্তের থেকে দূরে করে দেওয়ার অভিযোগ উঠেছিল। ফাঁপড়ে পড়েছিলেন আলিয়াও। বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা কমিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
https://www.instagram.com/p/CUB9iFSMckd/?utm_medium=copy_link
সেবারে বাবার জন্মদিনে দুটি ছবি শেয়ার করেছিলেন আলিয়া। একটি হাতে আঁকা মিষ্টি ছবি যেখানে একটি সিংহকে চুম্বন করছে এক পুঁচকে মেয়ে। এছাড়া বাবার সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছোট্ট আলিয়াকে দুহাতে ধরে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন বাবা মহেশ ভাট।
https://www.instagram.com/p/CUA97fvAMXt/?utm_medium=copy_link
ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার আজকে খুব লম্বা খুব জ্ঞানগর্ভ কিছুই বলার নেই। এই বছরে আমাদের সময়টা একটা ক্যাপশনে বলার মতো যথেষ্ট নয়। কিন্তু আমি একটাই কথা বলব, আমাদের প্রিয় ছবি থেকে কিছু কথা। “নিজের অন্তরটা দেখ, তুমি নিজে যা তার থেকে অনেক বেশি কিছু হয়েছ, মনে রাখবে তুমি কে, মনে রাখবে।” শুভ জন্মদিন আমার মুফাসা। তুমি একজন ভাল মানুষ। অন্য কিচ্ছু বিশ্বাস করার দরকার নেই।’