এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে হবু শিক্ষকদের বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েক দিন ধরেই বারবার সামনে আসছে হবু শিক্ষকদের বিক্ষোভের ঘটনা। কখনও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে, কখনও বা বিকাশ ভবনের সামনে একদিকে যেমন বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা তেমনি আবার চাকরিপ্রার্থী হবু শিক্ষকদের বিক্ষোভের ঘটনাও উঠে এসেছে বারবার। এবার ফের একবার সামনে এলো একই ঘটনা। তবে এবার আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে নয়, চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে।

রবিবার রাত দশটা নাগাদ প্রায় শখানেক ছাত্র-ছাত্রী এসে পৌঁছান পার্থবাবুর নাকতলার বাড়ির সামনে। ব্যারিকেড পেরিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবুর সঙ্গে দেখা করতে চান তারা। স্বাভাবিকভাবেই বাধা দেয় পুলিশ, তবে ওই চাকরিপ্রার্থীদের অভিযোগ পুলিশ শুধু বাধাই দেয়নি। তাদের মারধরও করা হয়েছে। তাদের দাবি, ২০১৯ সালে ধর্ম তলায় দীর্ঘ ২৯ দিন যে অনশন করেছিল ছাত্র-যুব অধিকার মঞ্চ তাতে সামিল ছিলেন তারাও। তারা প্রত্যেকেই ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় কর্মশিক্ষা ও শারীর শিক্ষার বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন।

কিন্তু সে সময় মুখ্যমন্ত্রী এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্বচ্ছ নিয়োগের আশ্বাস দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত নিয়োগ পাননি তারা। নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা অনুযায়ী চাকরির ব্যবস্থা ৯০% কার্যকর হলেও কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার ক্ষেত্রে তা হয়নি। একদিকে যখন রাজ্য সরকার ‘খেলা হবে দিবস’ পালন করছেন, তখন চাকরি পাচ্ছেন না খেলার শিক্ষকরাই।

partha chatterjee

তারা এও জানান, বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেই দেখা করার ইচ্ছা ছিল তাদের। কিন্তু তার দেখা না পেয়েই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ বাবুর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভ চলাকালীন কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান বাঁশদ্রোণী থানার বিশাল পুলিশবাহিনী। কিছু বিক্ষোভকারীকে আটকও করা হয়।

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর