বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিলমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু ব্যস্ত থাকার কারণে উনি গোয়েন্দাদের সামনে হাজিরা দিতে পারেন নি। এরপর গোয়েন্দারা নিজেই শিল্পভবনে পৌঁছে গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করে।
আর এবার তৃণমূলের আরেক বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানুষ ভুঁইয়াকে একই ভাবে জেরা করতে খাদ্যভবনে পৌঁছে গেলেন সিবিআই-র আধিকারিকরা। উল্লেখ্য, আইকোর মামলায় মানসবাবুকেও তলব করেছিল সিবিআই। আজই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তদন্তকারী সংস্থাকে ইমেলে জানান যে, ওনার বিধানসভা কেন্দ্র বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন। তাই তিনি সেই কাজের তদারকিতে ব্যস্ত বলে আজ হাজিরা দিতে পারবেন না।
মানস ভুঁইয়ার ইমেল পাওয়ার পরই সরাসরি খাদ্যভবনে পৌঁছে জান সিবিআই-র আধিকারিকরা। সেখানে গিয়ে মন্ত্রীকে পৌনে দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গিয়েছে। মানসবাবু কেন আইকোরের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেটাই জানতে চেয়েছেন সিবিআই-র আধিকারিকরা।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই রাজ্যে কয়লা পাচার এবং আর্থিক তছরুপ ও চিটফান্ড মামলায় ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি। এর আগে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকেও কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে তলব করা হয়েছিল। অভিষেক একবার হাজিরা দিলেও দ্বিতীয়বার আর যাননি। অন্যদিকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় সংস্থার জেরা এড়িয়ে গিয়েছেন।