বাংলাহান্ট ডেস্ক: কেরিয়ারের থেকেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta)। শুরুটা অবশ্য গত বছর থেকেই হয়েছে। পুজোর পর থেকেই নুসরত জাহানের (nusrat jahan) সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন উঠতে শুরু করে। বাকিটা এই কয়েক মাসে আর কারোরই জানতে বাকি নেই। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী সন্তানের কথাও প্রকাশ্যে এসেছে।
এরই মধ্যে আবার ছেলে ঈশানের জন্মের পর নতুন করে নুসরতের সিঁথিতে সিঁদুর দেখায় ধন্দে পড়েছেন নেটিজেনরা। পিতৃপরিচয় প্রকাশ্যের পর কি বিয়েটাও সেরে নিলেন যশরত? তার উত্তর এখনি না দিলেও নতুন স্ত্রীকে সিঁদুরদানের একটি ভিডিও কিন্তু প্রকাশ্যে এসেছে অভিনেতার। না, এই নতুন স্ত্রী নুসরত নন। তিনি ইউটিউবার স্যান্ডি সাহা।
যশের প্রেমে তিনি পাগল। নিজেকে যশের স্ত্রী বলেই মনে করেন স্যান্ডি। সিঁদুরদানের ভিডিও শেয়ার করে ইউটিউবার লেখেন, ‘আজ আমার হিন্দু মতে বিয়ে হল। আজ থেকে আমি ইয়াশ পত্নী ইয়াশিকা। অবশেষে তার প্রেমের রং আমার সিঁথিতে রাঙিয়ে দিয়ে আমাকে ইয়াশিকা করে রাখলো।’
এরপর থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন স্যান্ডি। কখনো তাঁর ছবিতে ধরা পড়েছে বেবি বাম্প। যশ হাত দিয়ে ধরে রেখেছেন স্যান্ডির বেবি বাম্প। বিয়ের পরদিনই স্যান্ডি ঘোষনা করেন দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। এবার নুসরতের সঙ্গেও একটি ছবি শেয়ার করে তাঁকে ‘সতীন’ তকমা দিলেন স্যান্ডি।

বিশ্বকর্মা পুজোর দিন যশ ও নুসরতের মাঝে দাঁড়িয়ে একটি ছবি তুলেছেন স্যান্ডি। ছবির ক্যাপশনে লিখেছেন ‘দুই সতীনের সংসার’। অর কমেন্ট বক্সে তাঁর ঘোষনা, ‘তাকে পেতে গেলে যদি সতীন নিয়েও সংসার করতে হয়, তাতেও রাজী’। এর আগেই অবশ্য স্যান্ডি জানিয়েছিলেন ঈশানের মা নুসরত জাহানের সঙ্গেও নাকি কথা হয়েছে স্যান্ডির। যশ নুসরত দুজনেই খুব মজার মানুষ। স্যান্ডিকে তাঁর ছেলের সৎ মা হিসেবেও নাকি মেনে নিয়েছেন অভিনেত্রী।