ভবানীপুরের ভোটের দিন রাজ্য সরকারের কর্মীদের জন্য বিশেষ ছাড়, বড় ঘোষণা নবান্নর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রীর আসন রক্ষার লড়াইয়ের দিন নির্ধারিত হয়েছে আগামী ৩০ শে সেপ্টেম্বর। ওই দিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পাশাপাশি সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা আসনে নির্বাচন হবে। সেই কারণে আগামী ৩০ শে সেপ্টেম্বর ওই তিনটি বিধানসভা কেন্দ্রে সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

একুশের বিধানসভা নির্বাচনের সময় সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন করা সম্ভব হয়নি। তাই ওই সব কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হলেও, ওই দুই কেন্দ্র বাকি ছিল। আবার অন্যদিকে, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েও, দলের জয়লাভের কারণে মুখ্যমন্ত্রীর আসনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই নিয়ম অনুযায়ী, ফলাফল ঘোষণার আগামী ৬ মাসের মধ্যে কোন একটি কেন্দ্র থেকে উপনির্বাচনে তাঁকে জয়ী হতেই হবে। তবেই তিনি নিজের আসন রক্ষা করতে পারবেন। করোনা আবহে বিরোধীদের শত বাঁধা সত্ত্বেও উপনির্বাচনে সম্মতি দেয় নির্বাচন কমিশন। নির্ধারিত হয় দিনক্ষণ, সেই মর্মে প্রচারও শুরু হয়ে গিয়েছে জোর কদমে।

তবে এই নির্বাচনের পূর্বেই এক বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ৩০ শে সেপ্টেম্বর ওই তিনটি বিধানসভা কেন্দ্রে সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সমস্ত সরকারী অফিস, কাছারি বন্ধ থাকায়, ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন ভোটাররা।

X