সলমনের প্রেমে পাগল, ভাইজানকে বিয়ে করতে পাকিস্তান ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন সোমি!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তিনি ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’ হলেও বহু তারকার প্রেমের ফাঁদে জড়িয়েছেন সলমন খান (Salman khan)। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। সেই তালিকায় রয়েছে জুহি চাওলা, ঐশ্বর্য রাই বচ্চন, ক‍্যাটরিনা কাইফ, জারিন খান সহ আরও অনেকেই। তবে এদের কারওর সঙ্গেই সম্পর্কটা শেষ পর্যন্ত  টেকেনি সলমনের।

এমনকি পাকিস্তানি (pakistan) অভিনেত্রী সোমি আলি (somi ali) ভাইজানের জন‍্য নিজের দেশ পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খুল্লমখুল্লা কথা বলেন সোমি। তিনি জানান, ‘ম‍্যায়নে পেয়ার কিয়া’ দেখার পর থেকেই অভিনেতার প্রেমে পড়েন তিনি।

somy ali 1
পাকিস্তানি অভিনেত্রী বলেন, “এক রাতে আমি ঘুমের মধ‍্যে স্বপ্ন দেখি সলমনের বিয়ে হয়ে যাচ্ছে। ঘুম ভেঙে আমি এতটাই ব‍্যাকুল হয়ে পড়ি যে পরদিনই ব‍্যাগ গুছিয়ে সোজা ভারতে চলে আসি নিজের দেশ ছেড়ে।” মাত্র ১৬ বছর বয়সে সলমনের প্রেমে পড়ে ভারতে এসেছিলেন সোমি।

অবশ‍্য বিষয়টা শুনতে সহজ লাগলেও আদতে অতটাও সহজ ছিল না। মুম্বইয়ের আত্মীয়র সঙ্গে দেখা করবেন আর দিল্লিতে তাজমহল দেখবেন, বাবা মাকে এই মিথ‍্যে বলে ভারতে এসেছিলেন সোমি। মুম্বইতে এসেও নাকি সোজা পাঁচতারা হোটেলে এসে উঠেছিলেন তিনি। ছবির অডিশনে যেতেন শুধু সলমনকে দেখার জন‍্য।

Somy Ali
সেই শুরু। তারপর দীর্ঘ আট বছর সলমনের সঙ্গে সম্পর্কে ছিলেন এই পাকিস্তানি অভিনেত্রী। দুজনে একটা লম্বা সময় লাইমলাইটে ছিলেন। কিন্তু সেই প্রেমও টেকেনি সলমনের। জানা যায়, সঙ্গীতা বিজলানিকে বিচ্ছেদ দিয়ে সোমির সঙ্গে সম্পর্কে জড়ান সলমন।

কিন্তু সলমনের হিংস্র মনোভাবের জন‍্য সেই সম্পর্ক থেকে এক সময় বেরিয়ে আসতে বাধ‍্য হন সোমি। এমনটাই শোনা যায় সংবাদ মাধ‍্যম সূত্রে। এরপর ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়ান সলমন। কিন্তু বিচ্ছেদের পরেও ঐশ্বর্যর সঙ্গে সলমনের প্রেম মেনে নিতে পারেননি সোমি। ব‍্যর্থ হৃদয়ে ফের পাকিস্তান ফিরে যান তিনি। অবশ‍্য বলিউডে কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন সোমি।

Niranjana Nag

সম্পর্কিত খবর