BSNL এর এই নতুন প্ল্যান চিন্তায় ফেলে দিলো Jio কে, পাবেন ৪৪৫ দিন ডেলি ৩ জিবি করে ডেটা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ টেলিকমের দুনিয়ায় জিও আসার পর থেকেই কার্যত অন্য টেলিকম কোম্পানিগুলিকে তারা অনেক ক্ষেত্রেই টেক্কা দিয়েছে। যার জেরে আম্বানির এই সংস্থার সঙ্গে পাল্লা দিতে এখন রীতিমতো মরিয়া অন্যান্য কোম্পানিগুলি। এমনকি সরকারি সংস্থা বিএসএনএলকেও কোন কোন ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়েছে জিওর কাছে। তবে এবার বিএসএনএল নিয়ে এল এমন একটি প্ল্যান যার কাছে যথেষ্ট ধাক্কা খাবে জিও, ভোডাফোন আইডিয়া সকলেই। আজ আমরা তিনটি কোম্পানির প্ল্যান নিয়েই একটি তুলনামূলক আলোচনা করব।

বিএসএনএলঃ

বিএসএনএলের ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান মূলত তাদের জন্য যারা বার বার রিচার্জ করাতে চান না। এই প্ল্যানটির বৈধতা আগে ছিল এক বছর, বর্তমানে তা বাড়িয়ে ৪২৫ দিন করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিদিন আপনি পাবেন ৩ জিবি করে ডেটা, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন একশোটি করে এসএমএস করার সুযোগ। এছাড়া বিএসএনএল কলার টিউন ফ্রিতে

জিওঃ

জানিয়ে রাখি একই দামে জিওরও একটি রিচার্জ প্ল্যান রয়েছে। তবে জিওর এই ২৩৯৯ টাকা রিচার্জ প্ল্যানের বৈধতা মাত্র ৩৬৫ দিন। এক্ষেত্রে আপনি ডেটাও পাবেন অনেকটা কম। প্রতিদিন এক্ষেত্রে ২ জিবি করে ডেটা, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ টি এস এম এসের সুবিধা থাকছে। এর সাথে সাথেই পাবেন জিও অ্যাপসের ফ্রী সাবস্ক্রিপশন।

ভোডাফোন আইডিয়াঃ

৩৬৫ দিনের জন্য ২৩৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে ভিআই বা ভোডাফোন আইডিয়ারও। এক্ষেত্রে কিন্তু ডেটার পরিমাণ আরও কম। প্রতিদিন পাবেন ১.৫ জিবি করে ডেটা, যে কোন নেটওয়ার্কে ফ্রি ভয়েস কল এবং ১০০ টি এসএমএসের সুযোগ। এ ক্ষেত্রে একটি বড় অফার হল সারা বছরের জন্য ZEE5 এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনা মূল্যে পেয়ে যাবেন আপনি। এছাড়া উইকএন্ড ডেটা রোলওভার এবং নাইট ডেটা ফ্রি তো থাকছেই।

 

X