ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হচ্ছেন বিবেক রাম চৌধুরী, এমাসেই নেবেন দায়িত্ব

বাংলা হান্ট ডেস্কঃ নতুন প্রধান পাচ্ছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। বিবেক রাম চৌধুরী (Vivek Ram Chaudhari) আগামী ৩০ সেপ্টেম্বর থেকে নিজের দায়িত্ব সামলাবেন। ওই দিনই এয়ার চীফ মার্শাল আরকেএস ভদৌরিয়ার কার্যকাল শেষ হচ্ছে। আর সেই দিন থেকেই নতুন প্রধান নিজের দায়িত্ব সামলাবেন। প্রতিরক্ষা মন্ত্রালয়ের তরফ থেকে এই কথা জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রালয় অনুযায়ী, ভারত সরকার এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরীকে আগামী বায়ুসেনা প্রধান হিসেবে সিদ্ধান্ত নিয়েছে। বিআর চৌধুরী বর্তমানে বায়ুসেনার উপ-প্রধান পদে নিযুক্ত রয়েছেন। বর্তমানে ভারতীয় বায়ুসেনার এয়ার চীফ মার্শাল আরকেএস ভদৌরিয়া আগামী ৩০ সেপ্টেম্বর অবসর গর্হণ করছেন।

বলে দিই, নতুন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী ২০২১ সালে এয়ার মার্শাল হরজিৎ সিং অরোরার অবসরের উপ-প্রধান হয়েছিলেন। এর আগে তিনি ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডে কম্যান্ডার-ইন-চীফ হিসেবে নিযুক্ত ছিলেন। উনি সংবেদনশীল এলাকা যেমন লাদাখ সেক্টর সমেত উত্তর ভারতের আলাদা-আলাদা জায়গায় যাক করেছিলেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর