বাংলা হান্ট ডেস্কঃ নিরাপত্তার কারণে ইতিমধ্যেই পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। এমনকি তারপর ইংল্যান্ডও সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে এই মুহূর্তে সরগরম পাকিস্তানের ক্রীড়ামহল। পাক বোর্ড প্রধান রামিজ রাজা তো একদিক থেকে বলেই দিয়েছেন, আগে আমাদের টার্গেট ছিল শুধু ভারত, এবার তার সঙ্গে যোগ হল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডও। অনেক পূর্ব ক্রিকেটারও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড বোর্ডকে দায়ী করছেন প্রতিশ্রুতি দিয়ে তা না পালন করার জন্য।
ইতিমধ্যেই এবিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আকতারও। কার্যত এর আগেই শোয়েব নিজের নিজের টুইটে লিখেছিলেন, পাকিস্তানি ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড। এবার তারই প্রতিশোধ নেওয়ার বার্তা দিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সেই ম্যাচে তাদের হারিয়েই প্রতিশোধ নেবার কথা উল্লেখ করেছেন শোয়েব।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। কিন্তু সবচেয়ে বড় ম্যাচ ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের সঙ্গে। এই ম্যাচে আমাদের প্রতিশোধ নিতে হবে এবং মাঠে সমস্ত রাগ বের করতে হবে। এই সময়ে পাকিস্তান দলের উচিত শুধু এই দিকে মনোযোগ দেওয়া। প্রথমে পিসিবিকে তার নির্বাচন ঠিক করতে হবে এবং দলে ৩-৪ জন ভালো ছেলেদের জায়গা দিতে হবে। যাতে পাকিস্তানের দল শক্তিশালী হয়। পাকিস্তান ক্রিকেট এর চেয়ে খারাপ সময় দেখেছে। আমরা অবশ্যই এই পরিস্থিতি কাটিয়ে উঠব।”
So England also refuses.
Its ok guys, see you all at the T20 World Cup. Specially @BLACKCAPS.
Ab painja laganay ka time aa gaya hai. Chorna nahi hai ab @babarazam .Full video: https://t.co/zUwpaHDvzb pic.twitter.com/PxMb1Bt5bb
— Shoaib Akhtar (@shoaib100mph) September 20, 2021
কার্যত এই পরপর সফর বাতিল নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে পাকিস্তান। ইতিমধ্যেই রামিজ এও জানিয়েছেন আইসিসিতে এ বিষয়ে আওয়াজও তুলবেন তারা। তাদের মতে, সিরিজ বাতিলের জন্য ইংল্যান্ড নানা রকমের অজুহাত সৃষ্টি করেছে। তবে এখন বিশ্বকাপে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ কোন দিকে গড়ায় সে দিকেই নজর থাকবে সকলের।