বাংলাহান্ট ডেস্কঃ নতুন দায়িত্ব হাতে পেতেই জোর কদমে লড়াইয়ের মাঠে নেমে পড়েছেন বিজেপির রাজ্য নতুন সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বুধবার সকালেই প্রচারে নামবেন তৃণমূলনেত্রীর বুথ মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরে (bhawanipore)। প্রচার করবেন ভবানীপুরের বিজেপি (bjp) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে।
দলের দায়িত্ব কাঁধে নিয়েই তৃণমূলের (tmc) উদ্দেশ্যে হুঙ্কার দেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গে দলের সকল কর্মী সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, ‘বাংলাকে আফগানিস্তান হওয়ার হাত থেকে বাঁচাতে হবে’।
সুকান্ত মজুমদার আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে তালিবানিকরণ চলছে। ইতিমধ্যেই আমাদের প্রায় ১৯০ জন সদস্য প্রাণ দিয়েছেন। তবে বিজেপি সমর্থকরা এখনও তৈরি আছেন। সকলে একসঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে বাংলাকে আফগানিস্তান না হতে দেওয়ার যে লড়াই আপনারা চালাচ্ছেন, তা জারী রাখুন এবং আগামীতেও চালাতে থাকুন’।
সোমবার রাতেই নতুন দায়িত্ব হাতে পেয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় নেতৃত্বের সম্মতিতে দিলীপ ঘোষের পরিবর্তে বাংলায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। আর নতুন দায়িত্ব হাতে পেতেই ফুল মুডে রয়েছেন তিনি। প্রথম থেকেই হুঁশিয়ারি দিচ্ছেন শাসক দলকে।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিশেষ কেউই চিনতেন না এই সুকান্ত মজুমদারকে। তারপর বালুরঘাটের সাংসদ হিসাবে নির্বাচিত হন তিনি। আর বর্তমানে দিলীপের সুপারিশেই, তাঁকে বাংলায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসাবে নির্বাচন করে কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন দায়িত্ব পেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে, কলকাতায় এসে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের থেকে সমস্ত দায়িত্ব বুঝেও নেন তিনি।