মাত্র ৯৯ টাকাতেই পেয়ে যাবেন আকর্ষণীয় স্মার্টফোন, উৎসবের মরশুমে বাম্পার অফার

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে ব্যস্ততার ফাঁকে বেশিরভাগ মানুষই অনলাইন শপিং-র উপর ভরসা করেন। ঘরে বসে পছন্দের সাইটে গিয়ে, পছন্দের জিনিস অর্ডার করলেই, অল্প সময়েই হাজির হয় ডেলিভারি বয়। এতে করে সময় এবং সাশ্রয় দুটোই হয় মানুষের।

সেইরকমই উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য উপহারের বৃষ্টি নিয়ে এসেছে অ্যামাজন (Amazon)। যেখানে প্রতিটি জিনিসেই থাকছে বিশাল ছাড়। জেনে নিন অ্যামাজনের ‘ডিল অফ দ্য ডে’-র কিছু অফারের বিষয়ে।

170705 amazon shopping mistakes feature

এখানে আপনি ১০৯৯৯ টাকা স্পার্ক 7 মডেলের 4G স্মার্টফোন পেয়ে যাবেন মাত্র ৯৯ টাকায়। এখানে আপনি ‘ডিল অফ দ্য ডে’তে পেয়ে যাচ্ছেন ১৫০০ টাকা ছাড়, যার ফলে এই ফোনের দাম দাঁড়াচ্ছে ৯৪৯৯ টাকা। তারপর অ্যামাজন থেকে ৪০০ টাকার কুপন ডিসকাউন্ট পেয়ে গেলে, ফোনটার দাম হয়ে যাচ্ছে ৯০৯৯ টাকা। এরপর পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই নতুন স্পার্ক 7 স্মার্টফোনটি নেন, তাহলে সেটি ৯৯ টাকায় পেয়ে যাচ্ছেন।

৪৯৯৯০ টাকা মূল্যের Asus অল-ইন-ওয়ান ডেস্কটপ চালিত উইন্ডোজ 10 এখানে ১২ হাজার টাকার ছাড়ে পেয়ে যাচ্ছেন মাত্র ৩৭৯৯০ টাকায়। সঙ্গে পেতে পারেন ৫০০ টাকার ডিসকাউন্ট কুপনও।

২৪৯০ টাকার মূল্যের ব্লুটুথ ইয়ারফোন পেয়ে যাচ্ছেন মাত্র ৮৯৯ টাকায়। যেখানে আপনি আমাজন পে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ৭৫০ টাকায় ৩% ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর আপনি যদি প্রাইম মেম্বার হন তাহলে ৫% ক্যাশব্যাক পেয়ে যাবেন।

১৫৯৯০ টাকার Oppo A16 4G স্মার্টফোন পেয়ে যাবেন মাত্র ১৩৯৯০ টাকায়। এক্সচেঞ্জ অফারের পাবেন আরও ১২২৫০ টাকার ছাড়। এছাড়া সিটি ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ৭৫০ টাকায় ১০% ছাড় পেয়ে যাবেন। এছাড়াও থাকছে বেশকিছু আকর্ষণীয় অফার।

Smita Hari

সম্পর্কিত খবর