পায়েল সরকারের জন্মদিনের পার্টিতে প্রতারণার ফাঁদ! উঠতি অভিনেত্রীর অভিযোগে গ্রেফতার যুবক

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ায় আবারো প্রতারণার ফাঁদ। সিনেমা সিরিয়ালে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ইতিমধ‍্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতারও হয়েছেন অভিযুক্ত যুবক।

যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি পেশায় একজন অভিনেত্রী তথা মেকআপ আর্টিস্ট। টলিউড অভিনেত্রী পায়েল সরকারের (paayel sarkar) জন্মদিনের পার্টিতে অভিযুক্ত ঋতুরাজ হালদারের সঙ্গে তাঁর আলাপ হয় বলে দাবি করেছেন তিনি।

IMG 20210923 104655
ইন্ডাস্ট্রিতে আরো ভাল অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই যুবক, এমনটাই অভিযোগ করেছেন প্রতারিত অভিনেত্রী। ওই যুবক নাকি নানারকম কুপ্রস্তাবও দিতেন তাঁকে। এরপরেই বুধবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত ঋতুরাজকে।

মহিলার দাবি, ৬ সেপ্টেম্বর তাঁর দিদি অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিনের পার্টিতে অভিযুক্ত ঋতুরাজের সঙ্গে আলাপ হয় তাঁর। ওই মহিলা ইতিমধ‍্যেই দুটি সিরিয়ালে অভিনয় করেছেন। ঋতুরাজ তাঁকে আরো ভাল জায়গায় কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিনিময়ে ১০ হাজার টাকা চান। মহিলা জানান, তিনি কাজের খোঁজে ছিলেন বলে টাকাটা দিতে আপত্তি করেননি।

নিজেকে অ্যাসিস্ট‍্যান্ট ডিরেক্টর বলে পরিচয় দিয়েছিলেন ঋতুরাজ। কিন্তু বাস্তবে তিনি একজন কোঅর্ডিনেটর। মহিলা বলেন, ঋতুরাজের সঙ্গে তিনি যোগাযোগের চেষ্টা করলেই এড়িয়ে যাচ্ছিলেন তিনি। এমনকি তাঁকে দিঘায় যাওয়ার প্রস্তাব সহ আরো কুপ্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ ওই মহিলার। কিন্তু তিনি রাজি না হওয়ায় হোয়াটসঅ্যাপে অশ্রাব‍্য ভয়েস মেসেজ পাঠান ঋতুরাজ।

এরপরেই বুধবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। রাতে হরিদেবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ঋতুরাজকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। এই ঘটনায় পায়েলের বক্তব‍্য, এই ধরনের ঘটনাগুলি বাড়ছে এখন। কয়েকদিন ধরেই ওই মহিলাকে আনমনা দেখছিলেন তিনি। পায়েল জিজ্ঞাসা করতেই সবটা জানান তিনি। এরপর পুলিসের সঙ্গে যোগাযোগ করেন পায়েল।

Niranjana Nag

সম্পর্কিত খবর