বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেট ছাড়া ভারতবর্ষে অন্যান্য খেলায় বেশিরভাগ খেলোয়াড়রাই তেমন সম্মান এবং অর্থ পান না। অবশ্য অনেক ক্ষেত্রে ক্রিকেটারদেরও ভীষণ অর্থাভাবের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এবার এমন এক নিদর্শন উঠে এল যা রীতিমতো মর্মান্তিক। দেশের হয়ে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জেতা বক্সার এখন দিন গুজরান করছেন সিকিউরিটি গার্ডের চাকরি করে। শুধু তাই নয় পরিবারে এতটাই অভাব যে পড়াশোনা ছাড়িয়ে দিতে হয়েছে তার দুই সন্তানকেও।
১৯৯৪-৯৫ সালে এশিয়ান গেমসে রৌপ্য পদক এবং কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জয় করে গোটা দেশকে গর্বিত করেছিলেন বক্সার বিরজু সাহ। এছাড়া জাতীয় স্তরে একাধিক পদক রয়েছে তার। একটা সময় বিশ্বের সেরা ৭ বক্সারের তালিকায় নাম ছিল বিরজুর। কিন্তু সে সব এখন অতীত, কোনভাবে নিরাপত্তারক্ষীর কাজ করেই দিন গুজরান করছেন তিনি। বিরজুর বাবা এবং স্ত্রী দুজনেই পক্ষাঘাতগ্রস্ত। যার জেরে অনেকখানি টাকা খরচ হয়ে যায় ওষুধপত্রেই।
না সরকার তরফে না বক্সিং ফেডারেশন তরফে কোন জায়গা থেকেই কোনও সাহায্য পাননি তিনি। কিন্তু কেন একজন চ্যাম্পিয়ান বক্সারের প্রতি এতখানি অবহেলা? বিরজুর মতে, ক্রীড়া জগতের জঘন্য রাজনীতির শিকার তিনি। আর কার্যত সেই কারণেই দেশের হয়ে পদক জয়ের পরেও আজ ব্রাত্য হয়ে গিয়েছে তার প্রতিভা। তবে বিরজু বলেন, কেউ তাকে মনে রাখুক বা না রাখুক, তিনি একজন খেলোয়াড়। যিনি আগেও মাঠে লড়াই চালিয়েছেন আর এখনও জীবনে লড়াই চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, বক্সিং রিংয়ে নামার পর এইসব যন্ত্রণার কথা আর মনে থাকে না। তাই আজও শরীর সুস্থ রাখতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, গার্ডের চাকরির পর যেটুকু অবসর পান সেটুকুতেই ছেলে মেয়েদের বক্সিং শেখান তিনি, চেষ্টা করেন তার হাত ধরে তৈরি হোক ভারতের হয়ে আরও এক পদকজয়ী বক্সার।