বাংলাহান্ট ডেস্কঃ এই পেনশনে সংসার চলছে না, বাড়াতে হবে অর্থ- এমনই দাবী জানিয়ে অধ্যক্ষের দারস্থ হলেন বাংলা (west bengal) প্রাক্তন বিধায়করা। শুধুমাত্র পেনশন বৃদ্ধির জন্যই নয়, সেই সঙ্গে বেশ কিছু দাবী নিয়ে বুধবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন প্রাক্তন বিধায়কদের (Ex MLA) নবগঠিত সংগঠন এক্স এমএলএ ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের সদস্যরা।
পেনশন বৃদ্ধির পাশাপাশি বিধানসভার অন্দরে প্রাক্তন বিধায়কদের সবার জন্য আলাদা ঘরের দাবি জানায় তাঁরা। এবিষয়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোবিন্দ রায় জানান, সম্প্রতি পেনশন ইস্যুতে হওয়া একটি বৈঠকে দেখা যায় অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার প্রাক্তন বিধায়করা অনেক কম পেনশন পেয়ে থাকেন। সেই কারণেই এমন দাবি জানানো হয়েছে।
জানা গিয়েছে, রাজ্যে প্রায় ৬০০ জন প্রাক্তন বিধায়ক রয়েছেন, যারা মাসিক ১২ হাজার টাকা পেনশন পেয়ে থাকেন এবং সঙ্গে ৬ হাজার টাকা চিকিৎসা খরচ বাবদ পেয়ে থাকেন। সেই সঙ্গে তাঁদের জন্য থাকে ৩০ হাজার টাকার রেল যাতায়াতের কুপনও। কিন্তু এই পেনশনের অর্থ বাড়িয়ে ১২ হাজার থেকে ৪০ হাজার টাকা এবং চিকিৎসার খরচ বাড়িয়ে ৬ হাজার থেকে ১৫ হাজার করার দাবী জানিয়েছেন প্রাক্তন বিধায়করা।
প্রাক্তন বিধায়কদের পক্ষ থেকে এই দাবী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরেন নবগঠিত সংগঠন এক্স এমএলএ ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের সদস্যরা। সেইসঙ্গে তাঁরা বিধানসভায় প্রাক্তন বিধায়কদের বসার জন্য আলাদা জায়গারও দাবী করেন। তবে প্রাক্তন বিধায়কদের এই দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ।