বাংলাহান্ট ডেস্ক: ভাগ্যটাই খারাপ আলিয়া ভাটের (alia bhatt)! যেটাই করেন তাতেই ট্রোল হতে হয়। সে তাঁর দোষ থাক আর নাই থাক। এমনটাই মতপ্রকাশ করে আক্ষেপ করেছেন অভিনেতা বিজয় আনন্দ, যিনি কিনা বিতর্কিত বিজ্ঞাপনে আলিয়ার সহ অভিনেতাও বটে। একটি জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন নিয়ে তুমুল রোষের শিকার হতে হয়েছে আলিয়াকে। হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এবার সকলের বিপরীতে গিয়ে আলিয়াকে সমর্থন করেছেন বিজয়। বিজ্ঞাপনে অভিনেত্রীর বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাঁর প্রশ্ন, আলিয়াকে কেন নিশানা করা হচ্ছে ট্রোলের? বিজয়ের কথায়, “অভিনেতা হিসেবে আমরা পরিচালক, লেখক এবং প্রযোজনার টিমের ঈপর বিশ্বাস রেখে চলি যে তারা আমাদের কোনো বিতর্কে জড়াতে দেবেন না। আমি এই বিষয়ে অভিজ্ঞ নই, তাই তারাই ঠিক করেন কোন বিষয়টা ঠিক আর কোন ভুল। তাছাড়া প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমরা যদি এতই বুদ্ধিমান হই তাহলে তো প্রত্যেকে বিজ্ঞানী হতেন।”
বিজ্ঞাপনটির অর্থ বোঝাতে চেয়ে অভিনেতা বলেন, এখানে কন্যাকে মান দেওয়ার কথা বলা হচ্ছে। ভাল দিক থেকে কেন কেউ দেখছে না বিজ্ঞাপনটি? আলিয়ার ট্রোলড হওয়ার বিষয়ে তিনি বলেন, “ওঁর বয়স কম। পরিচালক যা বলতে বলেছেন উনি সেটাই বলেছেন। কিন্তু তার জন্য ওঁকে ট্রোল হতে হচ্ছে। আমার মনে হয় অভিনেতারা, বিশেষত মহিলারাই সহজলভ্য নিশানা।”
https://www.instagram.com/tv/CT7NZY8gMjh/?utm_medium=copy_link
আলিয়া অভিনীত একটি নামী পোশাক প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের মাধ্যমে বার্তা দেওয়া হয় কন্যাদানের মতো রীতি বদলে কন্যামান হওয়া উচিত। এরপর থেকেই নেটিজেনদের একাংশের তীব্র ক্ষোভের সম্মুখীন হন অভিনেত্রী। রক্ষণশীল হিন্দু সমাজের একাংশ দারুন ক্ষেপেছেন এই বিজ্ঞাপন দেখে। আবার অনেকে এই আধুনিক মানসিকতার প্রশংসাও করেছেন। কঙ্গনা রানাওয়াতও হিন্দু ধর্মে কন্যাদানের গুরুত্ব বুঝিয়ে তুলোধনা করেছেন আলিয়াকে।