দেবী দূর্গা রূপে শুভশ্রী, মহালয়ায় আর কোন অভিনেত্রী থাকছেন কোন রূপে? রইল সম্পূর্ণ তালিকা

বাংলাহান্ট ডেস্ক: মহালয়া আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি। মহালয়া মানেই রেডিওতে মহিষাসুরমর্দিনী আর টিভিতে মহালয়ার অনুষ্ঠান। একাধিক চ‍্যানেলে ভিন্ন ভিন্ন ধাঁচের মহালয়া দেখতে উৎসুক থাকেন দর্শকদের একটা বড় অংশ। বিশেষ করে দূর্গা কে হচ্ছেন তা নিয়ে আগ্রহ থাকে সবথেকে বেশি।

আগেই জানা গিয়েছিল এবারে জি বাংলার ‘নানা রূপে মহামায়া’ অনুষ্ঠানে দূর্গা রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly)। ইতিমধ‍্যেই তাঁর দুটি রূপ প্রকাশ‍্যে এসেছে। প্রথম বারে শান্ত, স্নিগ্ধ রূপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। আর দ্বিতীয় বারে সিংহবাহিনী মহিষাসুরমর্দিনী রূপে দেখা গিয়েছে তাঁকে। তবে একা শুভশ্রী নন, জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে দেবী দূর্গার নানান রূপে দেখা মিলবে চ‍্যানেলের বিভিন্ন সিরিয়ালের নায়িকাদের। এক নজরে দেখে নিন পছন্দের কোন কোন অভিনেত্রীকে দেখা যাবে কোন কোন রূপে-

IMG 20210924 194709
কমলে কামিনি– এই রূপে দেখা যাবে মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডুকে। দেবী কমলে কামিনি চতুর্ভূজা। পদ্মফুলের উপ‍র অধিষ্ঠাত্রী দেবীর বর্ণণা রয়েছে চণ্ডীমঙ্গলে। দেবী প্রাণীজগতের এবং বনভূমির রক্ষাকর্ত্রী রূপে কথিত।


দেবী কৌশিকী– পুরাণে বর্ণিত এই দেবী রূপে দেখা যাবে কৃষণকলির শ‍্যামা ওরফে তিয়াশা রায়কে। তিনি ব্রহ্মরূপিনী এবং শুভ্রবর্ণা। কথিত আছে শুম্ভ নিশুম্ভ এবং রক্তবীজকে নিধন করতেই আবির্ভূত হয়েছিলেন দেবী কৌশিকী।

jpg 420x525xt 1
দেবী পার্বতী– এই দেবীর রূপে দেখা যাবে যমুনা ওরফে শ্বেতা ভট্টাচার্যকে। পুরাণ অনুসারে দেবী পার্বতী মহাদেবের স্ত্রী। তিনি আদিশক্তি। বিভিন্ন রূপে পূজা করা হয় তাঁকে।

jpg 420x525xt 2
ললিতা ত্রিপুরাসুন্দরী– জীবনসাথীর ঝিলাম ওরফে শ্রাবণী ভুঁইয়াকে দেখা যাবে এই ভূমিকায়। পুরাণের বর্ণণা অনুসারে দেবী সর্বালঙ্কারভূষিতা। তাঁকেপূজা করলে শত্রু নাশ হয় এবং সংসারে শান্তি আসে।

jpg 420x525xt 3
কালী– দেবীর রূপে দেখা যাবে অপরাজিতা অপু সিরিয়ালের অপু ওরফে সুস্মিতা দে কে। দেবীর এই রূপ ভয়ঙ্করী, শত্রুনাশিনী।

jpg 420x525xt 1 1
ছিন্নমস্তা– দশমহাবিদ‍্যার আরেক রূপ ছিন্নমস্তা। এই দেবীর রূপেও দেখা যাবে যমুনাকে। দেবীর এই রূপ মনে ভয়ের উদ্রেক ঘটায়। দেবীর আরাধনায় সংসারে শান্তি আসে, বাণিজ‍্যে শ্রীবৃদ্ধি হয়।

jpg 420x525xt 4
অন্নপূর্ণা– এই দেবীর আরাধনায় সংসারে শ্রীবৃদ্ধি হয়। অন্নপূর্ণার রূপে দেখা যাবে কড়িখেলার পারমিতা ওরফে শ্রীপর্ণাকে।

jpg 420x525xt 5
বালা ত্রিপুরাসুন্দরী– দেবী ললিতা ত্রিপুরাসুন্দরীর কুমারী রূপ এই দেবী। এই ভূমিকায় দেখা যাবে মিঠাই সিরিয়ালের নীপা ওরফে ঐন্দ্রিলা সাহাকে।

jpg 420x525xt 6jpg 420x525xt 7

চামুণ্ডা– চামুণ্ডা রূপে দেখা মিলবে রিমলি ওরফে ইধিকা পালের। সপ্তমাতৃকার অন‍্যতম দেবী চামুণ্ডা। তাঁর আরো নাম রয়েছে চামুণ্ডী, চামুণ্ডেশ্বরী এবং চর্চিকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর