বাংলাহান্ট ডেস্কঃ খুলে ফেলা হল অফিসের সামনে লাগানো সাইন বোর্ড, বাড়ছে দলের সঙ্গে দূরত্ব- এবার কি তবে তৃণমূলে যোগ দেবেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)?- এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনীতির অন্দরে।
কিছুদিন আগেই দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক। বিশেষত, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় দলবদলের পর থেকেই কিছুটা ক্ষিপ্ত রয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছিলেন তিনি।
এবার তাঁর অফিস থেকেই খুলে নেওয়া হল বিজেপির ‘আয় নয় অন্যায়’ শ্লোগানের সাইনবোর্ড। যেখানে ছিল নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, দিলীপ ঘোষের ছবিও। তবে এই বিষয়ে বিধায়ক জানিয়েছেন, ‘একদিকে নষ্ট হয়ে গিয়েছিল সাইন বোর্ডটি। সেই কারণে দুর্ঘটনার আশঙ্কায় তা মেরামতের জন্য খুলে দেওয়া হয়েছে। সারানো গেলে সারিয়ে নেওয়া হবে, নাহলে নতুন সাইনবোর্ড লাগানো হবে’।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘যারা বিজেপি ছেড়ে যাচ্ছেন, তাঁরা কিন্তু অসম্মানিত হয়েই দল ছাড়ছেন। তাই কারা অসম্মানিত হচ্ছে সেটা দেখা দরকার। দলের সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছি, আমার প্রতিবাদ আমি জানিয়ে সময় দিয়েছিল দলকে। সেই সময়ের মধ্যে দলের নেওয়া সিদ্ধান্ত আমি ভাবনাচিন্তা করে দেখব’।
সেইসঙ্গে আবার তৃণমূলে যোগদানের বিষয়ে করা সাংবাদিকের প্রশ্নের উত্তরে কৃষ্ণ কল্যাণী জানিয়েছিলেন, ‘চিন্তাভাবনা করছি। তবে সঠিক সময় এলেই সব জানতে পারবেন’।