বাংলাহান্ট ডেস্কঃ অক্টোবর মাস মানেই দেশ জুড়ে উৎসবের মরশুম। দুর্গা পুজো থেকে শুরু করে ইদ-এ-মিলানদুনাবি, একের পর এক উৎসব রয়েছে এই মাসেই। তাই উৎসবের এই মাসে ব্যাঙ্কও (bank) বন্ধ থাকছে বেশ কিছুদিন। না জানা থাকলে, জেনে নিন আজই। নইলে গুরুত্বপূর্ণ কাজ আটকে গেলে, বিপদে পড়বেন আপনিও।
এই মাসে মোট ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার মধ্যে ব্যাঙ্ক হলিডে থাকছে ১৪ দিন। শনিবার ও রবিবার থাকছে মোট ৭ দিন। সব মিলিয়ে এই মাসে ব্যাঙ্ক ছুটির সংখ্যা মোট ২১ দিন। কোন প্রয়োজনীয় কাজ থাকলে, আগেই সেরে নিন সেই কাজ।
জেনে নিন কোন কোন দিন ছুটি থাকছে ব্যাঙ্ক-
১ লা অক্টোবরঃ ব্যাঙ্কগুলির হাফ ইয়ারলি ক্লোসিং ডে (গ্যাংটক)।
২ রা অক্টোবরঃ মহাত্মা গান্ধী জয়ন্তী (সমস্ত রাজ্য)।
৩ রা অক্টোবরঃ রবিবার।
৬ ই অক্টোবরঃ মহালয়া (আগরতলা, বেঙ্গালুরু, কলকাতা)।
৭ ই অক্টোবরঃ লাইনিংথু সানামাহি-এর মেরা চাওরেন হাউবা (ইম্ফল)।
৯ ই অক্টোবরঃ দ্বিতীয় শনিবার।
১০ ই অক্টোবরঃ রবিবার।
১২ ই অক্টোবরঃ দুর্গাপুজো-মহা সপ্তমী (আগরতলা, কলকাতা)।
১৩ ই অক্টোবরঃ দুর্গা পূজা-মহা অষ্টমী (আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফাল, কলকাতা, পাটনা, রাঁচি)।
১৪ ই অক্টোবরঃ দুর্গাপূজা-মহা নবমী/দশেরা/আয়ুথা পূজা (আগরতলা, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পাটনা, রাঁচি, শিলং, শ্রীনগর, তিরুবনন্তপুরম)।
১৫ ই অক্টোবরঃ দুর্গাপূজা-বিজয়া দশমী/দশারা/দশেরা (ইম্ফাল এবং সিমলা ছাড়া সব ব্যাঙ্ক)।
১৬ ই অক্টোবরঃ দুর্গাপূজা-দশাইন (গ্যাংটক)।
১৭ ই অক্টোবরঃ রবিবার।
১৮ ই অক্টোবরঃ কাটি বিহু (গুয়াহাটি)।
১৯ শে অক্টোবরঃ ইদ-ই-মিলাদ/ইদ-ই-মিলাদুন্নবী/মিলাদ-ই-শরিফ- নবী মহম্মদের জন্মদিন/বড়ভফাত (আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফাল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বাই , নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম)।
২০ শে অক্টোবরঃ মহর্ষি বাল্মিকির জন্মদিন/লক্ষ্মী পূজা/ইদ-ই-মিলাদ (আগরতলা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, কলকাতা, সিমলা)।
২২ শে অক্টোবরঃ ইদ-ই-মিলাদ-উল-নবী (জম্মু, শ্রীনগর)।
২৩ শে অক্টোবরঃ চতুর্থ শনিবা।
২৪ শে অক্টোবরঃ রবিবার।
২৬ শে অক্টোবরঃ অধিগ্রহণ দিন (জম্মু, শ্রীনগর)।
৩১ শে অক্টোবরঃ রবিবার।
তবে এর মধ্যে কিছু কিছু ছুটির দিন রাজ্য ভিত্তিকও রয়েছে। অর্থাৎ সমস্ত রাজ্যে সব ছুটির দিন সমান নাও হতে পারে।