অভিনয়, সঞ্চালনার পর এবার নতুন পেশা! শাড়ির দোকান খুলে বসে হাসির পাত্রী হলেন রচনা বন্দ‍্যোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: কেরিয়ার শুরু করেছিলেন অভিনয় দিয়ে। একাধিক ভাষায় ছবিতে অভিনয়ের পর টলিউডেও নিজের আধিপত‍্য স্থাপন করেছিলেন রচনা বন্দ‍্যোপাধ‍্যায় (rachana banerjee)। বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। অনেকদিন আগেই অভিনয় থেকে অবসর নিয়ে শুরু করেছেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনার কাজ। সেখানেও তিনি সফল।

অনেকদিন পর এক নতুন অবতারে দেখা গেল রচনাকে। আভাসটা অবশ‍্য আগেই দিয়েছিলেন তিনি। দিদি নাম্বার ওয়ানের পাশাপাশি এবার সম্পূর্ণ নিজস্ব একটি বুটিক চালু করলেন রচনা। রচনাস ক্রিয়েশন নামে বুটিক থেকে শাড়ি বিক্রি করবেন অভিনেত্রী, সঞ্চালনার পাশাপাশি এই নতুন পেশা শুরু করেছেন তিনি। সদ‍্য ফেসবুক লাইভে এসে অনুরাগীদের সুখবর দেওয়া ছাড়া শাড়িও দেখিয়েছেন রচনা।

IMG 20210925 115244
কিন্তু হাল আমলে যেকোনো কাজের সঙ্গেই ট্রোল, সমালোচনা যে জড়িয়েই থাকে তা আর নতুন করে বলতে হয় না। একই পরিস্থিতির মধ‍্যে পড়েছেন রচনাও। তাঁর শাড়ি বিক্রির পেশাকে কটাক্ষ করে একের পর এক মিম এসে গিয়েছে নেটদুনিয়ার।বাজারে। দিদি নাম্বার ওয়ানের প্রতিযোগীদের গল্প শুনে উদ্বুদ্ধ হয়েই নাকি শাড়ির দোকান খুলে বসেছেন রচনা, এমনি মন্তব‍্য নেটপাড়াবাসীদের।

অনেকের যুক্তি, লকডাউনে কাজ হারিয়ে যারা অনলাইনে শাড়ির ব‍্যবসা শুরু করেছিল সেই সব ছোট ব‍্যবসায়ীদের ব‍্যবসা মার যাবে এই তারকাদের দৌলতে। এমনকি কয়েকজন এও বলেছেন অন‍্য দোকান থেকে কম দামি শাড়ি এনে বেশি দামে বিক্রি করছেন রচনা।

হঠাৎ শাড়ি বিক্রির শখ জাগল কেন? অভিনেত্রী সঞ্চালিকার উত্তর, অনেকেরই তাঁকে এই অবতারে দেখে মনে প্রশ্ন জাগতে পারে। আসলে তিনি বহুবার শুনেছেন অভিনয়, সঞ্চালনা, ছেলে মানুষ করার পাশাপাশি অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করার জন‍্য অন‍্য রকম কিছু করতে। সেখান থেকেই এই বুটিকের চিন্তা মাথায় আসে তাঁর।

জানিয়ে রাখি, রচনার মতো আরেক সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ‍্যায়ও শাড়ির ব‍্যবসা খুলে বসেছেন। তিনি অবশ‍্য রচনার আগেই এসেছেন এই ব‍্যবসায়। তবে শুরুর দিকে তাঁকেও ট্রোল কম হতে হয়নি। সুদীপাও অনলাইনেই শাড়ি বিক্রি করেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর