বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) রোম সফরকে বাতিল করেছে কেন্দ্র। কিন্তু একজন বিজেপি সাংসদ হয়েও এবার এই বিষয় নিয়েই কেন্দ্রকে প্রশ্ন করলেন সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। জানতে চাইলেন কোন আইনের নিরিখে রোমে যেতে বাঁধা দেওয়া হল বাংলার মুখ্যমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়েই কেন্দ্রকে প্রশ্ন করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ট্যুইটারে লিখলেন, ‘কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের জন্য অনুমতি দিল না বিদেশ মন্ত্রক? কোন আইনের জেরে তাঁকে যেতে বাঁধা দেওয়া হল?’ একজন বিজেপি সাংসদ হয়েও তাঁর এমন আচরণ কিছুটা অস্বস্তিতে ফেলে দিয়েছে গেরুয়া শিবিরকে।
Why was Bengal CM Mamata prevented by Home Ministry from attending an international conference in Rome ? Which law prevented her going?
— Subramanian Swamy (@Swamy39) September 26, 2021
বিষয়টা হল, আগামী ৬ এবং ৭ ই অক্টোবর রোমে শান্তি সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয়ে কেন্দ্র সরকার জানিয়েছে, ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর থাকা বাঞ্চনীয় নয়।
এই বিষয়ে কেন্দ্রের উপর ক্ষিপ্ত হয়ে ভবানীপুরের সভা থেকে নিজের ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘দুমাস আগে রোমের বিশ্ব শান্তি সভায় উপস্থিত থাকার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয় জার্মান চ্যান্সেলর, হোলি পোপ, ইজিপ্টের ইমাম ও ইতালির প্রধানমন্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা থাকলেও, আমাকে যাওয়ার বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল’।
কেন্দ্রের উপর তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, ‘সেই চিঠি খারিজ করে দিয়ে কেন্দ্রীয় সরকার বলে, সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়াটা ঠিক হবে না। কিন্তু নিজেরা দেখুন এদিক ওদিক ঘুরছে। এই বিষয়ের সঙ্গে দেশের সম্মান জড়িত রয়েছে। আমি তো বিদেশে ঘুরতে যাচ্ছি না। পোপ খৃষ্ট্রান, ইজিপ্টের ইমাম মুসলিম, এবং জার্মান চান্সেলর খৃষ্ট্রান- সব ধর্মের লোক থাকবে সেখানে। হিন্দু ধর্ম নিয়ে এত বড়াই করেন, অথচ একজন হিন্দু মহিলাকে কেন সেখানে যেতে দিলেন না? হিংসে করেই আমাকে অনুমতি দেয়নি’।