বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ভবানীপুরে সিপিএম প্রার্থী হয়েছেন শ্রীজীব বিশ্বাস (Sreejib Biswas)। কিন্তু রবিবার সকালে সেই বাম প্রার্থীকেই ভোট প্রচারে বাধা দিল পুলিশ। মুখ্যমন্ত্রীর পাড়ায় ভোট প্রচারে গিয়ে বেগ পেতে হল বাম নেতাকে সুজন চক্রবর্তীকেও।
রবিবার সকালে সাধারণ ভাবেই ভোট প্রচারে বেরিয়েছিলেন শ্রীজীব বিশ্বাস। এদিন ভবানীপুরে গিয়ে মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচারে বাধাপ্রাপ্ত হয় বামেদের দল। পুলিশের বাঁধার মুখে পড়ে লাল বাহিনী। সেই সময় তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে, পুলিশের সঙ্গে তাঁদের ধ্বস্তাধস্তি শুরু হয়।
সিপিএম সমর্থকদের দাবী, তাঁদের কাছে এই প্রচারের অনুমতি থাকা সত্ত্বেও, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখেই পুলিশ বাধা দেয় তাঁদের। এরপরই উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিকে জড়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এরপর প্রায় আধঘন্টা ধরে সেখানেই সিপিএম কর্মীদের আটকে রাখে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্বাচনের সময় প্রচারের জন্য যে কেউ যেতে পারেন, কোন বাধা নেই। কিন্তু এখন তিনি মুখ্যমন্ত্রী নন, একজন সাধারণ ভোটার। তবে এখানে এখন সাদা পোশাকে কিছু তৃণমূলের গুণ্ডারা রয়েছেন’।
পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তির সময় সুজন চক্রবর্তী বলেন, ‘বর্তমানে রাজা-রানির রাজত্ব চলছে। নির্বাচনী প্রার্থীকে নিয়ে প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি থাকার পর এবং পুলিশকে এই বিষয়ে চিঠি দেওয়ার পরও আমাদের আটকানো হল। এমনকি প্রার্থীকে ধাক্কাও দেওয়া হল’।