দিদির উপহার: পুজোয় বাংলার অভাবী মা বোনেদের উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই বাংলার মা বোনেদের জন্যে একের পর এক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। একদিকে যেমন ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পে ইতিমধ্যেই বাংলার সাধারণ বিবাহিত মহিলাদের হাতে মাসিক ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের হাতে মাসিক হাজার টাকা তুলে দেবার কথা ঘোষণা করেছেন তিনি, তেমনি এবার পুজোর কথা মাথায় রেখে সামনে এলো মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প।

জানা গিয়েছে বাংলার অভাবি মহিলাদের হাতে এবার পুজোয় নতুন শাড়ি তুলে দেবেন তিনি। নতুন এই প্রকল্পের নাম হতে চলেছে ‘পুজোয় দিদির উপহার’। করোনা কালে ভেঙে পড়েছে অর্থনীতি। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির উপর চাপ করেছে সব থেকে বেশি। সামনেই আসছে দুর্গাপুজোর মত বড় উৎসব। যারা পেরেছেন তাদের কেনা কাটা প্রায় শেষ। কিন্তু অনেকেরই জুটছে না নতুন শাড়ি।

এবার তাদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের কথা চিন্তা করেছে রাজ্য। যদিও সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী মহালয়ার পর থেকেই ব্লকে ব্লকে পৌঁছে যাবে ‘দিদির উপহার’। প্রত্যেকেই যাতে সমানভাবে পুজোয় আনন্দ করতে পারেন সেটাই বড় লক্ষ্য এই প্রকল্পের।

vvvhbvb

অবশ্য অন্যদিকে এতে বাজারে কিছুটা ‘ডিমান্ড বুস্ট’ও হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই কার্যত মহিলাদের জন্য ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী। এই নতুন পদক্ষেপও তারই একটি ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর