বাংলাহান্ট ডেস্ক: পুজোর আগেই খারাপ খবর শ্রীলেখা মিত্রর (sreelekha mitra) জীবনে। প্রয়াত হলেন অভিনেত্রীর বাবা সন্তোষ মিত্র। সপ্তাহের শুরুর দিনটাতেই যেন আকাশ ভেঙে পড়ল শ্রীলেখার মাথায়। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ অভিনেত্রীর খারাপ খবরটা ঠিক ভাবে জানানোরও ক্ষমতা বাকি নেই। অনুরাগীরা সমবেদনা জানিয়েছেন শ্রীলেখাকে।
‘আমার বাবা’, ফেসবুকে এদিন সকালে মাত্র এই দুটি শব্দ লিখতে পেরেছেন তিনি। সংবাদ মাধ্যমের তরফে শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শোকসংবাদটা জানান। প্রয়াত হয়েছেন অভিনেত্রীর বাবা। অনেক বছর আগেই মাকে হারিয়েছেন তিনি। বাবাও চলে গেলেন এবার।
শ্রীলেখার পোস্টে ইতিমধ্যেই সমবেদনা জানাতে শুরু করেছেন তাঁর অনুরাগী, শুভাকাঙ্খীরা। তাঁর বাবা সবসময় ছায়া হয়েই পাশে থাকবেন, লিখেছেন একজন। অভিনেত্রীর প্রিয় বান্ধবী শুক্লা বি হাজরা তাঁকে শান্ত থাকার অনুরোধ করেছেন। অনেকে এখনো বুঝতেও পারছেন না ঘটনাটা কী হয়েছে।
শ্রীলেখার বাবা সন্তোষ মিত্রও একজন অভিনেতা ছিলেন। কেরিয়ারে এগিয়ে যাওয়ার পেছনে বাবাই ছিলেন অনুপ্রেরণা, এমনটা বহুবার জানিয়েছেন অভিনেত্রী। বাবা কখনো তাঁর কোনো কাজে বাধা দেননি, বরং পাশে থেকে উৎসাহ যুগিয়েছেন। জীবন থেকে একটা শক্ত খুঁটি চলে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন শ্রীলেখা।
কিছুদিন আগেই ইউরোপ ট্রিপ সেরে দেশে ফিরেছেন অভিনেত্রী। ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। দীর্ঘ ২১ বছর পর আদিত্যবিক্রম সেনগুপ্তের ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’ মনোনীত হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে।
এই ছবিতেই অভিনয় করেছেন শ্রীলেখা। সেই সূত্রেই পাড়ি ভেনিসে। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তাঁর অভিনীত ছবি দেখানো হয়েছে। ফিল্ম সমালোচকরাও প্রশংসা করেছেন।