Lবাংলাহান্ট ডেস্ক: নিন্দুকরা বলেন সলমন খানের (salman khan) ছবির নাকি কোনো মাথামুণ্ডু নেই। প্রায় প্রতিটি ছবিতেই বিজ্ঞানকে ভুল প্রমাণ করা একরকম ট্রেড মার্ক হয়ে দাঁড়িয়েছে তাঁর। সে বাদুড়ের মতো আকাশে ওড়াই হোক বা এক হাতে মেশিনগান চালানো, ভাইজানের পক্ষে সবই সম্ভব। এই যেমন উল্টো মাস্ক পরেই বিমানবন্দরে চলে এলেন, সলমন ছাড়া আর কেই বা করতে পারেন এমন!
টাইগার থ্রির শুটিং করতে রাশিয়া এবং বুদাপেস্টে ছিলেন তিনি এতদিন। সদ্য ফিরেছেন দেশে। আর ফিরেই ট্রোল। উল্টো মাস্ক পরেই বিমানবন্দরে চলে এলেন সলমন। এদিন জিন্স, কালো টিশার্ট ও ডেনিম শার্ট পরে ক্যামেরাবন্দি হন অভিনেতা। কিন্তু যাবতীয় নজর কেড়ে নিল তাঁর মাস্ক। কালো মাস্কের উপর সোনালি দিয়ে লেখা S K অর্থাৎ সলমন খান।
কিন্তু মাস্কটি উল্টো পরায় অক্ষর দুটিও উলটে গিয়েছে। ফলে আরো বেশি করে নজর কাড়ছে মাস্কটি। তবে সলমনের তাতে ভ্রূক্ষেপও নেই। পাপারাৎজির সামনে দিব্যি পোজ দিয়ে ছবি তুললেন তিনি। কিন্তু ভাইজানের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাওয়ার যোগাড় নেটিজেনদের। একজন কটাক্ষ করে লিখেছেন, মাস্ক পরার অভ্যাস না থাকলে এমনি হয়।
https://www.instagram.com/p/CUSn7JTI1Xz/?utm_medium=copy_link
শুটিং করতে যাওয়ার সময়েও সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সলমন। মুম্বই বিমানবন্দরে নিরাপত্তা চেকিংয়ের জন্য অভিনেতাকে আটকে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন এক CISF জওয়ান। পরে শোনা গিয়েছিল এ কাজের জন্য মূল্য চোকাতে হয়েছে তাঁকে। তারপর অবশ্য তিনি নিজেই জানিয়েছিলেন এ খবর ভুয়ো। শাস্তি নয় বরং পুরস্কার পেয়েছেন তিনি।