বাংলাহান্ট ডেস্ক: অনেকদিন পর দেখা দুই পুরনো বন্ধুর, রাজ চক্রবর্তী (raj chakraborty) ও অরিজিৎ সিং (arijit singh)। একজন পরিচালক তথা বিধায়ক এবং অপর জন স্বনামধন্য গায়ক। রাজের সঙ্গে কাজ করার দৌলতে দীর্ঘদিনের চেনা পরিচয় দুজনের। তাই এতদিন পর বন্ধুর সঙ্গে দেখা হয়ে আর আনন্দ ধরে রাখতে পারেননি রাজ। টুক করে তুলে নিয়েছেন একটা সেলফি।
নিজের ইনস্টা হ্যান্ডেলে অরিজিতের সঙ্গে তোলা ছবিটি শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। উপ নির্বাচনের প্রচারের জন্য তৃণমূলের হয়ে মুর্শিদাবাদ গিয়েছিলেন তিনি। তখনি অরিজিতের শহর জিয়াগঞ্জে যান রাজ। খবর পেয়ে পরিচালক বিধায়কের সঙ্গে দেখা করতে আসেন গায়ক। এতদিন পর দেখা হওয়ায় দুজনের মুখেই হাসি।
ছবিটি শেয়ার করে রাজ লিখেছেন, ‘গত রাতে জিয়াগঞ্জে ছিলাম আমি আর অরিজিৎ সিং এলো দেখা করতে। ওঁর ব্যবহার সত্যিই আমার মন ছুঁয়ে গিয়েছে। এত জনপ্রিয়, এত সফল তাও এত মাটির মানুষ। গত রাতে দারুন আড্ডা হল আমাদের। তোমার শিকড়, জন্মভূমি, মানুষ ও শিক্ষকের প্রতি তোমার ভালবাসা সাফল্যকে কখনো মাঝে আসতে দেয়নি। চিরদিন এমনি থেকো বন্ধু।’
রাজ ও অরিজিতের বন্ধুত্ব আজকের না। রাজ পরিচালিত ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে প্রথম বার প্লেব্যাক করেছিলেন গায়ক। এরপর ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘প্রলয়’, ‘বরবাদ’ এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। মাঝে বেশ কয়েক বছর কেটে গেলেও এখনো একই রকম রয়েছে তাঁদের বন্ধুত্ব।
https://www.instagram.com/p/CUUB0p1pyUf/?utm_medium=copy_link
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ। প্রথমে ‘ফেম গুরুকুল’ নামে একটি রিয়েলিটি শো তে অংশগ্রহণ করেন অরিজিৎ। কিন্তু বিজয়ী হতে পারেননি তিনি। বরং ষষ্ঠ স্থান পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন অরিজিৎ। কিন্তু এই হারটাকে ব্যর্থতা হিসেবে দেখতে রাজি ছিলেন না তিনি। বরং এই না পারা থেকেই শিক্ষা নিয়ে নিজেকে মাজাঘষার কাজে নামেন অরিজিৎ।
সেখান থেকে এখন বলিউডের প্রথম সারির গায়কদের মধ্যে একজন অরিজিৎ। অসাধারন গানের গলার জাদুতে কোটি কোটি মানুষকে নিজের ‘দিওয়ানা’ করে দিয়েছেন তিনি। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য গুণমুগ্ধ ভক্ত।