বেগুনের গুণেই হবে মুশকিল আসান, ফিরবে উজ্জ্বল জেল্লাদার ত্বক

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে, ‘বেগুনের নেই কোন গুণ’। কিন্তু এই বেগুনেই (Brinjal) রয়েছে ভিটামিন, খনিজ থেকে শুরু করে Anti-Oxydent-র গুণাবলী এমনকি ফাইবারও। বেগুন যেমন রান্না ঘরে খাবার মধ্যে একটি অতি পরিচিত এবং সুস্বাদু আইটেম, তেমনই আপনার ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতেও সাহায্য করে এই বেগুন।

ভাবছেন কিভাবে? দেখে নিন উপায়-

ত্বকের বলিরেখা দূরঃ বেগুনের মধ্যের ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বলিরেখা থেকে শুরু করে কালচে দাগ দূর করতে সাহায্য করে।

স্কিন টোনারঃ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং ভাঁজ পরে যাওয়া ত্বক টান টান করতে বেগুন ব্যবহার কার্যিকরী ফল দেয়। বেগুন লম্বালম্বি ভাবে কেটে টোনার হিসেবে ব্যবহার করে এর ফল পেতে পারেন।

মসৃণ ও কোমল ত্বকঃ খাবার পাতে বেগুন ত্বকের ময়েশ্চারাইজেশনে সাহায্য করে।

যেহেতু বেগুন সহজলোভ্য। সেক্ষেত্রে বেগুন দিয়ে এই পরীক্ষাটা একবার করেই দেখতে পারেন। তবে বেগুনে যাদের এলার্জি রয়েছে, তাঁদের এই পদ্ধতি থেকে দূরে থাকাই মঙ্গলের।

X