বাংলাহান্ট ডেস্ক: আসন্ন লোকসভা ভোটের আগে ফের ভাঙন বঙ্গ বিজেপিতে। ক্ষোভ নিয়ে গেরুয়া শিবির ছাড়ছেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় (suman banerjee)। দীর্ঘ নয় বছর ধরে বিজেপির সদস্য তিনি। কিন্তু সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
সংবাদ মাধ্যমকে সুমন জানিয়েছেন দলে তাঁর কোনো গুরুত্ব নেই। এবারের বিধানসভা ভোটে টিকিটও পাননি তিনি। ক্ষোভ উগরে দিয়ে সুমন বলেন, “২০১২ সালে কেউ বিজেপি করত না, তখন দলে যোগ দিয়েছিলাম। আর এখন যখন দল বড় হচ্ছে তখন আমাদের মতো মানুষদের আর কোনো গুরুত্ব নেই। তাই বিরক্তি নিয়েই দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছি।”
এতদিন বিজেপির রাজ্য কমিটির সাংষ্কৃতিক সেলের আহ্বায়ক পদে ছিলেন সুমন। তাঁর দাবি, এখন আর সেই পদেও তাঁর মতামতের কোনো গুরুত্ব নেই। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সুমন। এর আগে ২০১৬ সালে বিধানসভা ভোটে মালদহের ইংরেজবাজার কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন বটে কিন্তু জয়ের মুখ দেখেননি।
আর এবারে তো নতুন যোগ দেওয়া তারকাদের ভিড়ে হারিয়ে গিয়েছেন সুমন। তবে কি তিনিও পদ্মফুল থেকে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পথে? উত্তরে অভিনেতা জানান, আপাতত কোনো দলে যাচ্ছেন না। নিজের কাজ নিয়েই থাকবেন তিনি। তারপর ভেবে দেখবেন অন্যত্র যোগদানের ব্যাপারে।
বেশ কিছুদিন আগেই বিজেপি ছেড়ে বামে যোগ দিয়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। দল ছাড়ার কারণ হিসেবে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিকেই নিশানা করেছিলেন তিনি। উল্লেখ্য, রূপার সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছিলেন সুমন। এবারে তাঁর দেখাদেখি অভিনেতাও অন্য কোনো দলে গিয়ে ভেড়েন কিনা সেটাই দেখার।