অশোক লাহিড়ীকে নিয়ে দলবদলের জল্পনা, প্রকাশ্যে এসে মুখ খুললেন বিজেপি বিধায়ক

বাংলাহান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলায় দল ভাঙনের যে খেলা শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত রয়েছে। পূর্বে ছিল তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পালা, আর এখন হয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা বা যোগদানের খেলা। এই দলবদলের মরশুমে আবারও এক বিজেপি বিধায়কের নাম উঠে এসেছে, বালুরঘাটের বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী (Ashok Lahiri)।

বাবুল সুপ্রিয় দলবদলের পর থেকে অনেক বিজেপি বিধায়কের নামে চলতে থাকা জল্পনা কল্পনার মাঝে রয়েছে তাঁর নামও। এবার মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন বিধায়ক অশোক লাহিড়ী। নিজের ফেসবুক পেজ থেকেই সাংবাদিক সম্মেলন করেন এই বিজেপি বিধায়ক।

cvcvcbhb

তিনি অভিযোগের সুরে বলেন, ‘জল্পনার শিকার হচ্ছি আমি। আমার কাছে বিধানসভার কিছু সদস্য জানতে চাইছেন, আমি কবে তৃণমূলে যাব? আমি কিন্তু কোন ঝোড়ো মুকুল নই। আমি একজন বিজেপি বিধায়ক। আর আমি সেখানেই আছি’।

বর্তমান সময়ে দলবলদের জল্পনায় তাঁর নাম উঠে আসার কারণ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। কারণ, রাজ্যের অর্থমন্ত্রকের দায়িত্ব সামলালেও, বিধায়ক নন অমিত মিত্র। এমনকি তিনি উপনির্বাচনে অংশ নেবেন কিনা, তাও এখন ঠিক হয়নি। এই পরিস্থিতিতে দলবলদের হাওয়ায় অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর নামও ভেসে বেড়াচ্ছে।

https://www.facebook.com/BJP4Bengal/videos/294264542136346

তবে এই বিষয়ে একদমই আমল না দিয়ে বিজেপি বিধায়ক জানান, ‘আমি একদমই আয়া রাম, গয়া রাম নই। দল বদলাচ্ছি না আমি। তবে চিরকাল যেমন প্রশাসনকে পরামর্শ দিয়েছি, তেমন যদি মুখ্যমন্ত্রী কোন পরামর্শ চান, তাকেও দেব। তবে একজন বিজেপি বিধায়ক হিসেবেওই গঠনমূলক পরামর্শ দেবে’।

Smita Hari

সম্পর্কিত খবর